Sunday, September 22, 2024
Google search engine
Homeচাকরির খবরমুখোমুখি অবস্থানে শিক্ষার্থী-পুলিশ, উত্তাল শাহবাগ

মুখোমুখি অবস্থানে শিক্ষার্থী-পুলিশ, উত্তাল শাহবাগ

বাংলার প্রতিচ্ছবি । ১১ জুলাই ২০২৪ !! ১৫:২৩

শাহবাগে কোটা আন্দোলনরত শিক্ষার্থীদের মুখোমুখি অবস্থান নিয়েছে পুলিশ। শিক্ষার্থীদের এই আন্দোলন ঘিরে ছাত্রলীগও মাঠে থাকার ঘোষণা দিয়েছে। ইতোমধ্যে শাহবাগ, তেজগাঁও, ঢাকা বিশ্ববিদ্যালয়সহ রামপুরা এলাকায় অবস্থান নিয়েছে পুলিশ।

বৃহস্পতিবার (১১ জুলাই) বিকেল ৫টার দিকে দিকে শাহবাগ মেট্রোরেল স্টেশনের নিচে অবস্থানরত পুলিশের সঙ্গে এমন পরিস্থিতি সৃষ্টি হয়।

আন্দোলনরত শিক্ষার্থীরা পুলিশের মুখোমুখি অবস্থান নিয়ে পুলিশকে উদ্দেশ্যে করে ‘ভুয়া-ভুয়া’ স্লোগান দিচ্ছে। এ সময় শিক্ষার্থীরা উত্তেজিত হয়ে অবস্থানরত পুলিশের দিকে তেড়ে যায়।

উত্তেজিত অবস্থায় শিক্ষার্থীরা স্লোগান দেন, পুলিশ দিয়ে আন্দোলন-বন্ধ করা যাবে না’, ‘দালালি না রাজপথ -রাজপথ রাজপথ’, ‘হুমকি দিয়ে আন্দোলন-বন্ধ করা যাবে না’-ইত্যাদি স্লোগান দিতে থাকেন।

শাহবাগে জড়ো হচ্ছে আন্দোলনকারীরা, পুলিশ প্রস্তুত সাঁজোয়া যান নিয়ে

এদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে এক সংবাদ সম্মেলনে ঘোষণা দেন ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন।

তিনি বলেন, আন্দোলনের নামে শিক্ষার্থী ও শিক্ষা ব্যবস্থাকে জিম্মি করে জনসাধারণের জীবনযাত্রার ব্যাঘাত ঘটিয়ে স্মার্ট বাংলাদেশের অগ্রযাত্রা ব্যাহত করার চেষ্টা হলে ছাত্রলীগ রুখে দাঁড়াবে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments