Saturday, September 21, 2024
Google search engine
Homeপ্রধান সংবাদময়মনসিংহ মেডিক্যাল কলেজের অধ্যক্ষসহ ৭ জনের পদত্যাগ

ময়মনসিংহ মেডিক্যাল কলেজের অধ্যক্ষসহ ৭ জনের পদত্যাগ

ময়মনসিংহ মেডিক্যাল কলেজের অধ্যক্ষ, উপাধ্যক্ষসহ সাত জন পদত্যাগ করেছেন। ব্যক্তিগত কারণ দেখিয়ে তারা পদত্যাগ করেছেন বলে জানা গেছে।

যারা পদত্যাগ করেছেন তারা হলেন- কলেজের অধ্যক্ষ ডা. আব্দুল কাদের, উপাধ্যক্ষ ডা. তারেকুল ইসলাম, অর্থোপেডিকস বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. সাইফুল ইসলাম, নিউরোলজি বিভাগের সহকারী অধ্যাপক ডা. ওয়াহিদুর রহমান ছোটন, মাইক্রোবায়োলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. নাজিয়া হক, ছাত্রদের হোস্টেল সুপার ডা. আব্দুস সাত্তার ভূঁইয়া ও ছাত্রীদের হোস্টেলের সহকারী হোস্টেল সুপার ডা. রুবিনা ইয়াসমিন।

সোমবার (৯ সেপ্টেম্বর) বিকালে এসব তথ্য নিশ্চিত করেছেন ময়মনসিংহ মেডিক্যাল কলেজের সচিব রফিকুল ইসলাম। তিনি বলেন, ‘কোনও স্যারকে পদত্যাগ করতে বাধ্য করা হয়নি। সবাই ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগপত্রে সই করেছেন।’

এতে কলেজের স্বাভাবিক কার্যক্রম স্থবির হয়েছে কি-না জানতে চাইলে সচিব মো. রফিকুল ইসলাম বলেন, ‘কলেজের কার্যক্রম স্বাভাবিক গতিতেই চলছে। শিক্ষার্থীরা নিয়মিত ক্লাস করছেন। তবে সংশ্লিষ্ট মন্ত্রণালয় দ্রুত নতুন অধ্যক্ষ ও উপাধ্যক্ষ নিয়োগ করলে সব কার্যক্রম আরও ভালভাবে চলবে।’

তিনি আরও বলেন, ‘নতুন অধ্যক্ষ এসে হোস্টেল সুপারসহ খালি পদগুলোতে অন্যদেরকে দায়িত্ব দেবেন।’

কলেজ সূত্রে জানা গেছে, ডা. আব্দুল কাদের ময়মনসিংহ মেডিক্যাল কলেজের শিক্ষার্থী ছিলেন। ২০২২ সালে অধ্যক্ষ হিসেবে নিয়োগ পান তিনি। এরপর অবসরে গেলে ২০২৪ সালের জানুয়ারিতে দুই বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ পান। গত ২২ আগস্ট ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেন তিনি।

ডা. তারেকুল ইসলামও ময়মনসিংহ মেডিক্যাল কলেজের শিক্ষার্থী ছিলেন। অধ্যক্ষের পদত্যাগের পর গত ২৪ আগস্ট তিনিও ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেন।

এরপর ৫ সেপ্টেম্বর পর্যন্ত একে একে পদত্যাগ করেন ডা. সাইফুল ইসলাম, ডা. ওয়াহিদুর রহমান ছোটন, ডা. নাজিয়া হক, ডা. আব্দুস সাত্তার ভূঁইয়া ও ডা. রুবিনা ইয়াসমিন।

পদত্যাগের বিষয়ে জানতে ময়মনসিংহ মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. আব্দুল কাদেরের মোবাইল নম্বরে একাধিকবার কল করেও পাওয়া যায়নি।

তবে উপাধ্যক্ষ ডা. তারেকুল ইসলাম বলেন, ‘গত ৫ আগস্টের পর থেকেই দেশের বিভিন্ন জায়গাসহ প্রতিষ্ঠানে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। আমাকে কেউ পদত্যাগ করতে বলেনি। তবে যেকোনও সময় অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে পারে এমন আশঙ্কায় পদত্যাগ করেছি।’

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments