Saturday, September 21, 2024
Google search engine
Homeপ্রধান সংবাদবৈদেশিক মুদ্রা নিয়ন্ত্রণ আইনের মামলায় ৫ দিনের রিমান্ডে আনিসুল-সালমান

বৈদেশিক মুদ্রা নিয়ন্ত্রণ আইনের মামলায় ৫ দিনের রিমান্ডে আনিসুল-সালমান

বৈদেশিক মুদ্রা নিয়ন্ত্রণ আইনের মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমানের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত আজ বৃহস্পতিবার সকালে এ আদেশ দেন। এ নিয়ে পৃথক ৪টি হত্যা ও বৈদেশিক মুদ্রা নিয়ন্ত্রণ আইনের মামলায় তাঁদের মোট ৩০ দিনের রিমান্ড মঞ্জুর হলো।

বৈদেশিক মুদ্রা নিয়ন্ত্রণ আইনের মামলাটি হয়েছে কোতোয়ালি থানায়। আদালতসংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, এই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আনিসুল হক ও সালমান এফ রহমানকে সাত দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার জন্য আজ সকালে আদালতে আবেদন করে পুলিশ। অপর দিকে তাঁদের আইনজীবীরা রিমান্ড নামঞ্জুরের আরজি জানিয়ে জামিনের আবেদন করেন।

উভয় পক্ষের শুনানি নিয়ে আদালত দুজনের প্রত্যেককে পাঁচ দিন করে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দেন।

গত ১৩ আগস্ট আনিসুল হক ও সালমান এফ রহমানকে রাজধানীর সদরঘাট থেকে গ্রেপ্তারের কথা জানায় পুলিশ।

মামলার অভিযোগ অনুযায়ী, আনিসুল হকের কাছ থেকে উদ্ধার করা ব্যাগে ১৭ হাজার ৫৯২ মার্কিন ডলার, ৭২৬ সিঙ্গাপুরি ডলার পায় পুলিশ। আর সালমান এফ রহমানের কাছ থেকে উদ্ধার করা হয় ১২ হাজার ৬২৪ মার্কিন ডলার, ৬২০ ফরাসি মুদ্রা, সংযুক্ত আরব আমিরাতের সাড়ে ৮ হাজার মুদ্রা, ১১ হাজার ৬৫০ সৌদি রিয়াল, ৭৭৯ সিঙ্গাপুরি ডলার, ১৫০ পাউন্ড, ১ হাজার ৩৩২ ইউরো ও ৫০ হাজার টাকা। বৈদেশিক মুদ্রার বিষয়ে বৈধ কাগজপত্র দেখাতে বললে আসামিরা তা দেখাতে পারেননি।

এ ঘটনায় দুজনের বিরুদ্ধে রাজধানীর কোতোয়ালি থানায় মামলা হয়। এ মামলায় আজ তাঁদের গ্রেপ্তার দেখিয়ে রিমান্ডে নেওয়া হলো।

আনিসুল হক ও সালমান এফ রহমানকে প্রথমে নিউমার্কেট থানার একটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়। প্রথম দফায় ১০ দিনের রিমান্ড শেষে তাঁদের গত ২৪ আগস্ট আদালতে তোলা হয়। সেদিন লালবাগ ও নিউমার্কেট থানার ২টি মামলায় তাঁদের ৫ দিন করে মোট ১০ দিনের রিমান্ডে নেওয়া হয়। পরে বাড্ডা থানার একটি হত্যা মামলায় তাঁদের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর হয়। আজ বৈদেশিক মুদ্রা নিয়ন্ত্রণ আইনের মামলায় তাঁদের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর হলো।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments