Saturday, September 21, 2024
Google search engine
Homeজাতীয়বিদ্যুৎ-জ্বালানি খাত নিয়ে যা বললেন উপদেষ্টা

বিদ্যুৎ-জ্বালানি খাত নিয়ে যা বললেন উপদেষ্টা

জনগণের প্রত্যাশা ও জন-আকাঙ্ক্ষাকে গুরুত্ব দিয়ে বিদ্যুৎ ও জ্বালানি খাতে কাজ করার কথা বলেছেন বিদ্যুৎ জ্বালানি এবং খনিজসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফায়জুল কবির খান। এ ছাড়া আগের সরকারের বাস্তবায়ন করা কী কী বিষয় রাখা যায়, তা নিয়েও জানিয়েছেন তিনি।

রবিবার (১৮ আগস্ট) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এখনই বিদ্যুৎ ও জ্বালানি দ্রুত সরবরাহ আইন বাতিল হচ্ছে কিনা, সে বিষয়ে তিনি পরিষ্কার করেননি। তবে তিনি জানান, এই আইনটির বিষয়ে তারা পর্যবেক্ষণ করবেন। এরপরই এ বিষয়ে সিদ্ধান্ত হবে।

এক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, ‘এই আইনের অধীনে সব কাজ খারাপ হয়েছে, তা এখনই বলা যাবে না। কান নিয়ে গেছে চিলে বলেই আমরা চিলের পেছনে দৌড়াবো না। বিষয়টি আগে দেখতে হবে।’

তিনি বলেন, ‘গ্যাসের সংকট হচ্ছে, এ বিষয়টি আমরা দেখছি। ইতোমধ্যে পেট্রোবাংলার চেয়ারম্যানকে বলা হয়েছে কবে নাগাদ সামিটের এলএনজি টার্মিনাল উৎপাদনে আসবে, তার দিনক্ষণ জানাতে।’

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে ডাকা দরপত্র আগের মতোই চলবে জানিয়ে উপদেষ্টা বলেন, ‘আগের সরকারের সবকিছুই খারাপ নয়। যেসব বিষয় রাখার মতো, অবশ্যই আমরা সেগুলো রাখবো।’

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments