Sunday, September 22, 2024
Google search engine
Homeদেশফরিদপুরে গ্রেট স্টার্চ অ্যাগ্রো ইন্ডাস্ট্রিসের সীমানাপ্রচীর ভেঙে দেয়ার অভিযোগ

ফরিদপুরে গ্রেট স্টার্চ অ্যাগ্রো ইন্ডাস্ট্রিসের সীমানাপ্রচীর ভেঙে দেয়ার অভিযোগ

ফরিদপুরে গ্রেট স্টার্চ অ্যাগ্রো ইন্ডাস্ট্রিস লিমিটেডের সীমানাপ্রাচীর ভেঙে দিয়েছে দুর্বৃত্তরা। শনিবার দুপুরে ফরিদপুর পৌরসভার ৪নং ওয়াডের মহারাজপুর এলাকায় এ ঘটনা ঘটে। এ বিষয়ে প্রতিষ্ঠানটির ফ্যাক্টরি ব্যবস্থাপক রিপন কুমার দাস বাদী হয়ে শনিবার সন্ধ্যায় কোতোয়ালি থানায় একটি লিখিত অভিযোগ দেন।

অভিযোগে উল্লেখ করা হয়, মহারাজপুরে প্রায় ৪ একর জায়গার ওপরে নির্মাণাধীন গ্রেট স্টার্চ অ্যাগ্রো ইন্ডাস্ট্রিসের সীমানাপ্রাচীর নির্মাণের সময় শনিবার দুপুরে সীমানাপ্রাচীর ভেঙে দেওয়া হয়।

প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক দীপ্ত দাস বলেন, ‘গত কয়েক মাস ধরে আমাদের নিজস্ব জায়গার ওপর ইন্ডাস্ট্রির কাজ শুরু করি। স্থানীয় লুৎফর রহমান জমাদ্দার ও ইয়াসিন জোমাদ্দারসহ কয়েকজন এ নির্মাণাধীন সীমানাপ্রাচীর ভেঙে দেয়। আমরা পাশের রাজবাড়ি জেলার বাসিন্দা ও হিন্দু সংখ্যালুঘু সম্প্রদায়ের লোক হওয়ায় বৈআইনিভাবে আমাদের প্রতিষ্ঠানে হামলা করে সীমানাপ্রাচীর ভেঙে জমি দখলের চেষ্টা করছে।’

প্রাচীর গুঁড়িয়ে দেওয়ার বিষয়ে অভিযুক্ত ইয়াসিন জোমাদ্দার বলেন, ‘আমাদের জমিতে সীমানাপ্রাচীর দেওয়া হচ্ছে বিধায় আমরা ভেঙে দিয়েছি। আমরা কারও সীমানাপ্রাচীর ভাঙিনি। আমাদের জমিতে দেওয়া হয়েছে বলেই ভেঙেছি।’

এ ব্যাপারে ফরিদপুরের কোতয়ালি থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মারুফ হোসেন বলেন, ‘আমরা একটা লিখিত অভিযোগ পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে এ ব্যাপারে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) শৈলেন চাকমা বলেন, ‘আমরা বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছি।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments