Saturday, June 29, 2024
Google search engine
Homeজাতীয়প্রধানমন্ত্রী দুদককে জিরো টলারেন্সের নির্দেশনা দিয়েছেন: ওবায়দুল কাদের

প্রধানমন্ত্রী দুদককে জিরো টলারেন্সের নির্দেশনা দিয়েছেন: ওবায়দুল কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘দুর্নীতি যেই করুক, সেখানে সরকারের জিরো টলারেন্স… দুদককেও প্রধানমন্ত্রী শেখ হাসিনা একেবারে জিরো টলারেন্স নির্দেশনা দিয়েছেন।’

বুধবার (২৬ জুন) সকালে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে শাটল বাস উদ্বোধনী অনুষ্ঠানে এসব বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, ‘করাপশন ইজ অ্যা ওয়ে অব লাইফ অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড। এটা বাংলাদেশে বিচ্ছিন্ন কোনও বিষয় নয়। এখানে দুর্নীতি নেই,  এমন দাবি তো আমরা করছি না। আর দুর্নীতি যে সরকারি কর্মকর্তারা করে আর রাজনীতিবিদরা করে না; এটা তো বলা ঠিক নয়। কারণ আমরা যখন কথা বলি, আমি সবার কথাই বলছি। তখন আমাদের প্রথমত আয়নায় নিজের চেহারাটা দেখা উচিত। আমি আমলাদের করাপশনের বিরুদ্ধে বলছি। আর আমার এখানেও তো করাপশন আছে, নেই? অবশ্যই আছে।‘

তিনি বলেন, ‘আমি মনে করি এখানে দুদক আছে। আর দুদককে প্রধানমন্ত্রী একেবারে জিরো টলারেন্সের নীতিতে অটল এবং দুদক স্বাধীন। দুর্নীতি যেই করুক সরকারের জিরো টলারেন্স, প্রধানমন্ত্রীর জিরো টলারেন্স, দুর্নীতির তদন্ত করার অধিকার আছে দুদকের। এ স্বাধীনতায় সরকার কোনও প্রকার হস্তক্ষেপ করেনি এবং করবেও না।’ কেউ দুর্নীতি করে ছাড় পাবে না বলেও হুঁশিয়ারি করেন ওবায়দুল কাদের।

এদিন বিদেশফেরত যাত্রীদের ব্যাগেজ সেবা দিতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) শাটল বাস সেবা উদ্বোধন করেন সড়ক পরিহন ও সেতুমন্ত্রী। আপাতত দুটি বাস বিমানবন্দরের ভেতর থেকে বিমানবন্দর রেলস্টেশন ও বাসস্ট্যান্ড পর্যন্ত চলাচল করবে।

সার্ভিস উদ্বোধন করে ওবায়দুল কাদের বলেন, ‘বিআরটিসি এখন লাভে আছে। আগামীতে এই যাত্রা আরও ভালো হবে। বিমানবন্দরের শাটল বাসের মাধ্যমে যাত্রীদের যাত্রা আরও সহজ হবে।’

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments