Sunday, September 22, 2024
Google search engine
Homeদেশচট্টগ্রামপাহাড় ধস: মহালছড়ি-সিন্দুকছড়ি সড়কে যান চলাচল বন্ধ

পাহাড় ধস: মহালছড়ি-সিন্দুকছড়ি সড়কে যান চলাচল বন্ধ

বাংলার প্রতিচ্ছবি । বুধবার, ২৭ আগস্ট ২০২৩ । আপডেট ১৫:৫০

ভারি বৃষ্টিতে পাহাড় ধসে খাগড়াছড়ি জেলার মহালছড়ি-সিন্দুকছড়ি সড়কে যান চলাচল বন্ধ হয়েছে।

গত শনিবার রাতে পাহাড় ধসের এ ঘটনা ঘটে বলে সিন্দুকছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেদাক মারমা জানান। 

পাহাড় ধস: মহালছড়ি-সিন্দুকছড়ি সড়কে যান চলাচল বন্ধ

পুরাতন সেনা ক্যাম্প এলাকায় পাহাড় ধসেছে জানিয়ে রেদাক মারমা বলেন, সড়কটি সেনাবাহিনীর ২০ ইসিবির আওতাভুক্ত।

তিনি বলেন, “আমি নিজে ঘটনাস্থলে যাইনি; এখন বোধহয় যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা করা হচ্ছে।”

ঘটনাস্থল পরিদর্শে গিয়ে জেলার গুইমারা উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজীব চৌধুরী বলেন, “ফায়ার সার্ভিস ও সেনাবাহিনীর সদস্যরা একসাথে কাজ করছেন। দ্রুত সময়ের মধ্যে ধসে যাওয়া মাটি সরিয়ে যান চলাচল স্বাভাবিক করা হবে।”

পাহাড় ধস: মহালছড়ি-সিন্দুকছড়ি সড়কে যান চলাচল বন্ধ

এদিকে, অতি বৃষ্টিতে খাগড়াছড়ি পৌর শহরের শালবন, কলাবাগান, সবুজবাগ, এলাকায় পাহাড় ধসের শঙ্কা দেখা দিয়েছে।

খাগড়াছড়ি পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর রেজাউল করিম বলেন, “আমার শালবন এলাকায় ১০০ পরিবার ঝুঁকিপূর্ণভাবে বসবাস করছে। এর মধ্যে ৩০টি পরিবার অতি ঝুঁকিতে আছে। বৃষ্টিপাত অব্যাহত থাকলে আবারও ধসের শঙ্কা রয়েছে।”

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments