Saturday, September 21, 2024
Google search engine
Homeদেশঢাকানিরবচ্ছিন্ন গ্যাসের দাবিতে মানিকগঞ্জে তিতাস গ্যাস অফিস ঘেরাও

নিরবচ্ছিন্ন গ্যাসের দাবিতে মানিকগঞ্জে তিতাস গ্যাস অফিস ঘেরাও

নিরবচ্ছিন্ন গ্যাসের দাবিতে তিতাস গ্যাস ট্রান্সমিশন ডিস্ট্রিবিউশন অফিস ঘেরাও কর্মসূচি পালন করেছেন মানিকগঞ্জের ছাত্র-জনতা। ৪ দফা দাবি পূরণ না হলে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধের হুঁশিয়ারি দেওয়া হয়।

সোমবার দুপুরে সদর উপজেলার জাগির এলাকায় অর্ধশতাধিক ছাত্র-জনতা আঞ্চলিক গ্যাস অফিস কার্যালয় থেকে এ দাবি তুলে ধরেন।

এ সময় তিতাস গ্যাস ট্রান্সমিশন ডিস্টিবিউশন আঞ্চলিক বিক্রয় বিভাগ মানিকগঞ্জের ব্যবস্থাপক মোহাম্মদ আলীর অফিস কক্ষে প্রবেশ করে উপস্থিত ছাত্র-জনতা জানতে চান গত ১৫ বছরে অধিক সময় ধরে মানিকগঞ্জ জেলায় আবাসিক লাইনে রান্নার গ্যাস না দিয়ে জোরপূর্বক বিল নেওয়া হচ্ছে।

ছাত্র-জনতার পক্ষে আল আমীন আহমেদ রোহেল অভিযোগ করেন, আমরা মানিকগঞ্জ পৌরবাসী গত ১৫ বছর ধরে নিয়মিত বিল পরিশোধ করে আবাসিক লাইনে গ্যাস সরবরাহ পাচ্ছি না। এ বিষয়টির একটি সুরাহা হওয়া প্রয়োজন। সেজন্য আমরা সাধারণ ছাত্র-জনতা গ্যাস অফিসে এসে এখানকার কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছি। আমরা তাদের ৭ দিনের সময় বেঁধে দিয়েছি। আগামী ৭ দিনের মধ্যে আমরা যদি গ্যাস না পাই তাহলে আমরা গ্যাসের দাবিতে মহাসড়কে নামতে বাধ্য হব।

ভুক্তভোগীরা বলেন, তিতাস গ্যাস কোম্পানি আবাসিক লাইনে গ্যাস না দিলেও গ্যাস অফিসের অসাধু কিছু কর্মকর্তা ব্যবসা প্রতিষ্ঠানে অবৈধ অর্থ গ্রহণের বিনিময়ে গ্যাস দিচ্ছেন বলে অভিযোগ করেন।

তবে অবৈধ অর্থ গ্রহণের অভিযোগ অস্বীকার করে তিতাস গ্যাস ট্রান্সমিশন ডিস্টিবিউশন আঞ্চলিক বিক্রয় বিভাগ মানিকগঞ্জের ব্যবস্থাপক মোহাম্মদ আলী বলেন, আমাদের নেটওয়ার্কে যতটুকু গ্যাস সরবরাহ থাকে তা আমরা বিপণন করি। ছাত্র-জনতার দাবি, আমাদের অফিস থেকে পূরণ করা সম্ভব না জানিয়ে সমস্যা সমাধানের জন্য ছাত্র-জনতার দাবিগুলো আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানাব।

এ সময় ছাত্র-জনতা তাদের ৪ দফা তুলে ধরেন। আগামী ৭ দিনের মধ্যে দাবি না মানলে মহাসড়ক অবরোধ করার হুমকি দেওয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন- আল আমীন আহমেদ রোহেল, রাকিবুল ইসলাম সজল, রমজান মাহামুদ, খাইরুল ইসলাম রবিন, আব্দুল কাউয়ুম, আব্দুল্লাহ আল মামুন, সবুজ আহমেদ শরিফুল ইসলাম, মাহবুবুর রহমান, জোবায়ের আহমেদ জুয়েল ও তাঞ্জিল শেখ প্রমুখ।

তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্টিবিউশন কোম্পানি লিমিটেড মানিকগঞ্জ কার্যালয় সূত্রে জানা গেছে, মানিকগঞ্জ জেলায় মিটারবিহীন আবাসিক গ্রাহকসংখ্যা প্রায় ১২ হাজার। মিটারযুক্ত আবাসিক গ্রাহকসংখ্যা প্রায় ৪০টি। এসব গ্রাহকদের কাছ থেকে গ্যাস না দিয়ে প্রতি মাসে ২ কোটি ২০ লাখ টাকার মতো বিল আদায় করা হয়। তবে নানা কারণে ১০ শতাংশ গ্রাহক বিল জমা দেন বলে কার্যালয় সূত্রে জানানো হয়েছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments