Saturday, September 21, 2024
Google search engine
Homeখেলাক্রিকেটনারী টি-টোয়েন্টি বিশ্বকাপে ঘোষণা করা হলো বাংলাদেশের দল

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে ঘোষণা করা হলো বাংলাদেশের দল

ব্যতিক্রমীভাবেই নারী টি–টোয়েন্টি বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিসিবির অফিশিয়াল ফেসবুক পেজে বুধবার এক ভিডিও বার্তার মাধ্যমে এই স্কোয়াড ঘোষণা করা হয়। শুরুতে উইমেন্স উইংয়ের প্রধান হাবিবুল বাশার সুমন জানান, সারা বিশ্বে ছড়িয়ে থাকা প্রবাসী বাংলাদেশিদের মাধ্যমেই এই স্কোয়াড ঘোষণা করা হবে। পরে প্রবাসীদের মুখে একে একে জানা যায় ১৫ সদস্যের দলটিতে কারা আছেন।

ভিডিওটিতে সবার শেষে নারী ক্রিকেট দলকে শুভকামনা জানান ছেলেদের দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

সর্বশেষ এশিয়া কাপে না থাকলেও আসন্ন বিশ্বকাপে সুযোগ হয়েছে সোবহানা মোস্তারী, তাজ নেহার, সাথী রানি ও দিশা বিশ্বাসের। অপর দিকে জায়গা হারিয়েছেন রুমান আহমেদ, রুবাইয়া হায়দার ঝিলিক, ইশমা তানজিম, সাবিকুম নাহার জেসমিন ও শরিফা খাতুনের।

সংযুক্ত আরব আমিরাতে টুর্নামেন্ট শুরু ৩ অক্টোবর। শুরুতে ভেন্যু ছিল বাংলাদেশ। কিন্তু জুলাই-আগস্টে সরকার পতনকে কেন্দ্র করে সৃষ্ট রাজনৈতিক অস্থিরতায় সেটা মরুর বুকে সরিয়ে নেওয়া হয়েছে। তবে আয়োজনের স্বত্ব থাকছে বিসিবির কাছেই।

১০টি দলের অংশগ্রহণে চার-ছক্কার এই উৎসবের পর্দা নামবে ২০ অক্টোবরের ফাইনাল দিয়ে। অংশ নেওয়া ১০টি দল বিশ্বকাপ খেলবে দুটি গ্রুপে। ‘এ’ গ্রুপে ছয়বারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার সঙ্গে আছে ভারত, নিউজিল্যান্ড, পাকিস্তান ও শ্রীলঙ্কা। ‘বি’ গ্রুপে বাংলাদেশের সঙ্গী ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ ও স্কটল্যান্ড।

শারজায় বাংলাদেশের বিশ্বকাপ শুরু ৩ অক্টোবর স্কটল্যান্ডের বিপক্ষে। তার পর ৫ অক্টোবর একই ভেন্যুতে প্রতিপক্ষ ইংল্যান্ড। ১১ অক্টোবর শারজাতেই আবার ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে। তার পর গ্রুপ পর্বের শেষ ম্যাচে ১৩ অক্টোবর প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা।

বাংলাদেশ দল
নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), নাহিদা আক্তার, মুরশিদা খাতুন, স্বর্ণা আক্তার, রিতু মনি, সোবহানা মোস্তারী, রাবেয়া খান, সুলতানা খাতুন, ফাহিমা খাতুন, মারুফা আক্তার, জাহানারা আলম, দিলারা আক্তার,তাজ নেহার, সাথী রানি, দিশা বিশ্বাস।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments