Saturday, September 28, 2024
Google search engine
Homeদেশটানা বর্ষণে দ্রুত বাড়ছে তিস্তার পানি

টানা বর্ষণে দ্রুত বাড়ছে তিস্তার পানি

তিন দিনের টানা বর্ষণ ও উজানের ঢলে তিস্তা নদীর পানি দ্রুত বৃদ্ধি পাচ্ছে। এর সঙ্গে ধরলা ও স্থানীয় আরও ১৯টি ছোট নদ-নদীর পানি বৃদ্ধি পেয়েছে। বন্যা সতর্কীকরণ কেন্দ্রের পূর্বাভাস মতে, তিস্তার পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হওয়ার উপক্রম হয়েছে।

শুক্রবার (২৭ সেপ্টেম্বর) সকাল ৬টায় তিস্তার পানি লালমনিরহাট দোয়ানী ব্যারাজ পয়েন্টে ৩৯, সকাল ৯টায় ৩৯, দুপুর ১২টায় ৩৫, বিকাল ৩টায় ৩২, সন্ধ্যা ৬টায় বিপদসীমার ৩২ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

তিস্তার ব্যারাজ পয়েন্টের ৭৩ কিলোমিটার ভাটিতে থাকা কাউনিয়া রেল সেতু পয়েন্টে সকাল ৬টায় ৬১, ৯টায় ৫৬, দুপুর ১২টায় ৫৪, বিকাল ৩টায় ৫২, সন্ধ্যা ৬টায় ৩৯ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

লালমনিরহাট পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সুনিল কুমার এই তথ্য নিশ্চিত করেছেন।

রংপুর আবহাওয়া দফতরের প্রধান আবহাওয়াবিদ মোস্তাফিজুর রহমান ব্যারাজ এলাকায় ১৪১ মিলিমিটার ও তিস্তা রেল সেতু এলাকায় ৯৩ মিলিমিটার বৃষ্টির কথা জানিয়েছেন। ঢাকা আবহাওয়া দফতরের এক চিঠির বরাতে তিনি জানান, আগামী ৫ দিন অবস্থার অবনতি ঘটতে পারে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments