Sunday, September 22, 2024
Google search engine
Homeআন্তর্জাতিকচীনের নতুন মানচিত্রের প্রতিবাদ জানাল ভারত

চীনের নতুন মানচিত্রের প্রতিবাদ জানাল ভারত

বাংলার প্রতিচ্ছবি । বুধবার, ৩০ আগস্ট ২০২৩ । ১৪:১৭

চীনের নতুন মানচিত্র প্রকাশের পর এর প্রতিবাদ জানিয়েছে ভারত। সোমবার প্রকাশিত এ মানচিত্রে গোটা অরুণাচল প্রদেশকে চীনের অংশ হিসাবে দেখানো হয়েছে।

মঙ্গলবার চীনের প্রাকৃতিক সম্পদ মন্ত্রণালয়ের প্রকাশ করা এই মানচিত্র নিয়ে দুই দেশের মধ্যে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অরিন্দম বাগচি বলেছেন, তাদের দাবি আমরা নাকচ করছি। এর কোনও ভিত্তি নেই। চীনের এ ধরনের পদক্ষেপ কেবল সীমান্ত সংক্রান্ত প্রশ্নকে আরও জটিল করবে।

চীন এ ব্যাপারে সরকারিভাবে কোনও জবাব দেয়নি। ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর চীনের দাবিকে অযৌক্তিক বলেছেন।

মঙ্গলবার এনডিটিভি-কে তিনি বলেন, “চীন অতীতেও মানচিত্র প্রকাশ করে অন্য দেশের ভূখন্ডকে নিজেদের বলে দবি করেছে। এটি তাদের পুরোনো অভ্যাস।”

দক্ষিণ আফ্রিকায় হয়ে যাওয়া ব্রিকস সম্মেলনের ফাঁকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বৈঠক করার কয়েকদিন পর ভারত এ প্রতিবাদ জানাল।

এর আগে ২০২০ সালের জুনে হিমালয়ে দুই দেশের সেনাদের মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষে ২০ জন ভারতীয় ও চারজন চীনা সেনা নিহত হয়েছিল। সে ঘটনায় চীন-ভারত সম্পর্ক খারাপ হয়।  

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments