Sunday, September 22, 2024
Google search engine
Homeখেলাচায়নিজ তাইপেকে বড় ব্যবধানে হারালো বাংলাদেশের মেয়েরা

চায়নিজ তাইপেকে বড় ব্যবধানে হারালো বাংলাদেশের মেয়েরা

বাংলার প্রতিচ্ছবি । বুধবার, ২৬ আগস্ট ২০২৩ । আপডেট ০৮:১০

উইমেন’স ফাইভ-এ-সাইড হকিতে দিনের প্রথম ম্যাচে ইন্দোনেশিয়ার কাছে হেরে যায় বাংলাদেশ। তবে দ্বিতীয় ম্যাচেই চায়নিজ তাইপেকে উড়িয়ে দিয়েছে লাল-সবুজ দলের সেনানীরা।

ওমানের সালালাহতে শুক্রবার (২৫ আগস্ট) নিজেদের প্রথম ম্যাচে ইন্দোনেশিয়ার বিপক্ষে ৭-৪ গোলে হেরে যায় বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে অর্পিতা পল ও আইরিন রিয়ার নৈপুণ্যে চায়নিজ তাইপেকে ১০-৫ গোলে উড়িয়ে দেয় দল।

অর্পিতা ৬টি ও আইরিন ৪টি গোল করে দলকে বড় জয় এনে দেন। প্রথম মিনিটে আক্রমণ থেকে দলকে এগিয়ে নেন অর্পিতা। তৃতীয় মিনিটে আরও দুবার গোলের দেখা পান তিনি। পরে ১৭, ২২ ও ৩০ মিনিটে আরও তিনবার লক্ষ্যভেদ করেন অর্পিতা।

অর্পিতার মতো আইরিনেরও সবগুলো গোলই আক্রমণ থেকে। ১২ মিনিটে নিজের প্রথম গোল পান। এরপর ১৪, ২০ ও ২১ মিনিটে তিনি পান জালের দেখা।

এই প্রতিযোগিতায় বাংলাদেশ চ্যালেঞ্জার পুলে খেলছে। এই পুলে বাংলাদেশসহ আছে চায়নিজ তাইপে, ইন্দোনেশিয়া, ইরান, ওমান ও হংকং।

এলিট পুলে অংশ নিচ্ছে চার দল ভারত, জাপান, থাইল্যান্ড ও মালয়েশিয়া।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments