Saturday, September 21, 2024
Google search engine
Homeদেশচট্টগ্রামকুমিল্লায় বন্যার পানিতে মাছ ধরতে গিয়ে একজনের মৃত্যু

কুমিল্লায় বন্যার পানিতে মাছ ধরতে গিয়ে একজনের মৃত্যু

কুমিল্লার নাঙ্গলকোটে বন্যার পানিতে ডুবে একজনের মৃত্যু হয়েছে। বুধবার (২১ আগস্ট) রাতে তার মৃত্যু হয়। নাঙ্গলকোট উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা দেবদাস দেব মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

ওই ব্যক্তি নাঙ্গলকোট পৌরসভার দাউদপুর এলাকার বাসিন্দা কেরামত আলী (৪৫)।

স্থানীয় সূত্রে জানা গেছে, বন্যার পানিতে মাছ ধরতে গিয়ে স্থানীয় একটি ব্রিজের নিচে তলিয়ে যান কেরামত আলী। প্রবল স্রোতে অদৃশ্য হয়ে গেলে স্থানীয়রা তাকে খোঁজাখুঁজি শুরু করে। কিছু সময় পর ঘটনাস্থলের অদূরে লাশ ভেসে ওঠে। সবাই তাকে উদ্ধার করে হাসপাতালে আনলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

স্বাস্থ্য কর্মকর্তা দেবদাস দেব বলেন, বুধবার রাত ১২টার দিকে মৃত অবস্থায় আমাদের হাসপাতালে আনা হয়। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করলে পরিবার লাশ নিয়ে যায়। তিনি মাছ ধরতে গিয়ে পিছলে পড়ে স্রোতের কারণে আর উঠতে পারেননি বলে জানতে পেরেছি।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments