Saturday, September 21, 2024
Google search engine
Homeপ্রধান সংবাদইউজিসি’র নতুন সচিব হলেন ড. ফখরুল ইসলাম

ইউজিসি’র নতুন সচিব হলেন ড. ফখরুল ইসলাম

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) রিসার্চ সাপোর্ট অ্যান্ড পাবলিকেশন বিভাগের পরিচালক ড. মো. ফখরুল ইসলামকে সচিব পদে বদলি করা হয়েছে। আর সচিব ড. ফেরদৌস জামানকে কমিশনের রিসার্চ সাপোর্ট অ্যান্ড পাবলিকেশন বিভাগের পরিচালক হিসেবে বদলি করা হয়েছে।

রবিবার (১১ আগস্ট) এই বদলি ও পদায়নের আদেশ জারি করা হয়।

ড. মো. ফখরুল ইসলাম সচিব হিসেবে রবিবার (১১ আগস্ট) ইউজিসিতে যোগদান করেন।

উল্লেখ্য, ড. মো. ফখরুল ইসলাম কমিশনের যুগ্ম সচিব ও পরিচালকসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন।

ইউজিসির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ফখরুল ইসলাম ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজিতে মাস্টার্স, এমফিল ও পিএইচডি ডিগ্রি অর্জন করেন। এছাড়া, যুক্তরাজ্যের একটি বিশ্ববিদ্যালয় থেকে ইএলটির ওপর ডিপ্লোমা ডিগ্রি অর্জন করেন। তার প্রকাশিত গ্রন্থের সংখ্যা ৩টি।

তিনি এমটিসিপি (মালয়েশিয়া), নাফিক (নেদারল্যান্ডস), সিডা (সুইডেন), এসসিপি (সিংগাপুর) এবং এসডিসি ফেলোশিপের আওতায় উচ্চতর প্রশিক্ষণ নেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments