Sunday, September 22, 2024
Google search engine
Homeখেলাক্রিকেটআন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন ডেভিড মালান

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন ডেভিড মালান

৩৭ বছর বয়সে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন ইংল্যান্ডের সাবেক ব্যাটার ডেভিড মালান। টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ের সাবেক এক নম্বর ব্যাটার আন্তর্জাতিক ক্রিকেটে ২২ টেস্ট, ৩০ ওয়ানডে ও ৬২ টি-টোয়েন্টি খেলেছেন। আন্তর্জাতিক ক্রিকেটের তিন ফরম্যাটেই সেঞ্চুরি করা দুই ব্যাটারের একজন তিনি, অন্যজন তারই স্বদেশী জস বাটলার।

গত বছর ভারতে অনুষ্ঠিত ওয়ানডে বিশ্বকাপে ইংল্যান্ডের স্কোয়াডে জায়গা পাননি মালান। অস্ট্রেলিয়ার বিপক্ষে সাদা বলের সিরিজের দলেও ডাক না পেয়ে অবসরের ঘোষণা দিলেন তিনি।

২০১৭ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টি-টোয়েন্টিতে ৪৪ বলে ৭৮ রান করে আন্তর্জাতিক ক্রিকেটে নিজের আবির্ভাব ঘোষণা করেন মালান। একই বছর অ্যাশেজে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ও একমাত্র টেস্ট সেঞ্চুরি করেন। পার্থের ওই ম্যাচে জনি বেয়ারস্টোর সঙ্গে দারুণ জুটি গড়ার পথে ২২৭ বলে ১৪০ রান করেন মালান। তবে সাদা বলেই নিজেকে বেশি মেলে ধরেছেন তিনি। ২০১৯ ওয়ানডে বিশ্বকাপ জয়ের পর বিধ্বংসী ব্যাটিংয়ের কারণে টি-টোয়েন্টিতে নিজের জায়গা পোক্ত করে নেন।

তবে টি-টোয়েন্টি দিয়ে বিখ্যাত হলেও মালানের আক্ষেপ টেস্টে ভালো কিছু করতে না পারা। তিনি বলেছেন, ‘টেস্ট ক্রিকেট আমার বেড়ে ওঠার জন্য ছিল শীর্ষ জায়গা। আমি ভালো খেলেছিলাম। কিন্তু যথেষ্ট ভালো কিংবা ধারাবাহিক ছিলাম না। এটাই ছিল হতাশার। কারণ আমার মনে হয়েছিল আমি তার চেয়েও ভালো কিছু করতে পারি। কিন্তু সাদা বলের ক্রিকেটে আমি প্রত্যাশা ছাপিয়ে যেতে পেরেছি।’

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments