ঢাকা | ১৫ জানুয়ারী ২০২৬ ইং | বঙ্গাব্দ

অ্যাম্বুলেন্স আটকে রাখায় রোগীর মৃত্যুর ঘটনায় মামলা, গ্রেফতার ১

প্রকাশের তারিখ: জানুয়ারী ১৫, ২০২৬ ইং

ছবির ক্যাপশন:
ad728
বাংলার প্রতিচ্ছবি: শরীয়তপুরে রোগী বহন করা অ্যাম্বুলেন্স ঢাকা যাওয়ার পথে দুই স্থানে দেড় ঘণ্টা আটকে রাখার কারণে চিকিৎসা না পেয়ে জমশেদ আলী ঢালী নামের এক বৃদ্ধ মারা গেছেন। এ ঘটনায় চার জনের নাম উল্লেখ করে এবং ছয় জনকে অজ্ঞাত আসামি করে মামলা হয়েছে।

বুধবার (১৪ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে সদরের পালং মডেল থানায় মামলাটি করেন মৃত জমশেদের নাতি জুবায়ের হোসেন রুমান ঢালী। এ ঘটনায় মামলার আসামি সুমন খানকে শরীয়তপুর শহর থেকে গ্রেফতার করেছে পুলিশ।


মামলার আসামিরা হলেন– স্থানীয় অ্যাম্বুলেন্স মালিক সুমন খান (৩৮), চালক সজিব (২৮), পারভেজ (২৬) ও হান্নান (২৫)।

এর আগে বুধবার বিকালে জেলা প্রশাসক কার্যালয়ে জেলা অ্যাম্বুলেন্স মালিক কল্যাণ সমিতির সদস্যের সঙ্গে সভা করেন জেলা প্রশাসক ও সিভিল সার্জন। রোগীর অ্যাম্বুলেন্স আটক, বাড়তি ভাড়াসহ অন্যায় কাজ আর করবে না বলে মুচলেকা দিয়ে যায় অ্যাম্বুলেন্স মালিক পক্ষ।

পালং মডেল থানার ওসি শাহ আলম বলেন, রোগী বহন করা অ্যাম্বুলেন্স ঢাকা যাওয়ার পথে আটকে রাখার কারণে চিকিৎসা না পেয়ে রোগীর মৃত্যুর ঘটনায় ৪ জনের নাম উল্লেখ করে এবং ৬ জনকে অজ্ঞাত আসামি করে মামলা হয়েছে। মামলার এক আসামিকে গ্রেফতার করা হয়েছে। আর অন্য আসমিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে।
কমেন্ট বক্স