ঢাকা | ০৪ নভেম্বর ২০২৫ ইং | বঙ্গাব্দ

নির্বাচনে জোরালো ভূমিকা পালন করবে আনসার: মহাপরিচালক

প্রকাশের তারিখ: নভেম্বর ৩, ২০২৫ ইং

ছবির ক্যাপশন:
ad728
প্রতিদিনের বাংলার প্রতিচ্ছবি : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আনসার বাহিনী জোরালো ভূমিকা পালন করবে বলে জানিয়েছেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ।

সোমবার (৩ নভেম্বর) জাতীয় নির্বাচনে আনসার-ভিডিপির ভোটকেন্দ্রের নিরাপত্তা মহড়া ও ৪র্থ ধাপের আনসার কোম্পানি-প্লাটুন সদস্যদের প্রশিক্ষণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

অতীতের যে কোনো নির্বাচনের চেয়ে এবার আনসার জোরালো ভূমিকা পালন করবে জানিয়ে আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ বলেন, ইসিকে সব ধরণের সহযোগিতা করা হবে। শুধু নির্বাচনী কার্যক্রমে নয়, নির্বাচনের প্রচারণামূলক কাজেও সহযোগিতা করবে আনসার বাহিনী। ভোটারদের করণীয় নিয়েও প্রচারণা চালাবে আনসার।
 
ভোটের এবার চ্যালেঞ্জ আছে উল্লেখ করে তিনি বলেন, ভোটের চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত করা হচ্ছে আনসার বাহিনীকে। যাদের বিরুদ্ধে অভিযোগ ছিল, তাদের বাছাই করে বাদ দেয়া হবে। তাদেরকে নির্বাচনী দায়িত্ব দেয়া হবে না।
 
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক বলেন, ডিজিটাল রেজিস্ট্রেশনের মাধ্যমে নির্বাচনী দায়িত্ব দেয়া হবে। এ সংসদ নির্বাচনে প্রায় পাঁচ লাখ সদস্য মোতায়েন করা হবে। গত এক বছরে এক লাখ ৪৫ হজার নতুন সদস্যকে নিয়োগ দেয়া হয়েছে।
 
‘এক লাখ ৪৫ হাজার নতুন আনসার সদস্যকে মৌলিক প্রশিক্ষণ দেয়া হয়েছে। ডিসেম্বর পর্যন্ত প্রশিক্ষণ চলবে’, যোগ করেন মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ।
কমেন্ট বক্স