ঢাকা | ০৫ নভেম্বর ২০২৫ ইং | বঙ্গাব্দ

৮ মাস সাগরে ইলিশ ধরা বন্ধ, জেলেদের পাশে থাকার আশ্বাস সরকারের

প্রকাশের তারিখ: নভেম্বর ২, ২০২৫ ইং

ছবির ক্যাপশন:
ad728
প্রিন্স মন্ডল অলিফ (বাগেরহাট প্রতিনিধি) : গতকাল শনিবার (১ নভেম্বর) থেকে শুরু হয়েছে সমুদ্রে জাটকা ধরা নিষিদ্ধের আট মাসব্যাপী কার্যক্রম। সরকার এ সময়ের মধ্যে সমুদ্রে ১০ ইঞ্চির কম দৈর্ঘ্যের ইলিশ বা জাটকা ধরা, কেনা-বেচা, পরিবহন ও মজুত সম্পূর্ণভাবে নিষিদ্ধ ঘোষণা করেছে।

জেলেদের দুর্ভোগ লাঘবে সরকার ভিজিএফের চালসহ বিভিন্ন সহায়তা কর্মসূচি চালুর আশ্বাস দিয়েছে।

সুন্দরবন, মোংলা ও সাগর উপকূলবর্তী এলাকার জেলেদের উদ্দেশে জারি করা নির্দেশনায় বলা হয়েছে, ১ নভেম্বর ২০২৫ থেকে ৩০ জুন ২০২৬ পর্যন্ত জাটকা আহরণ সম্পূর্ণ বন্ধ থাকবে। মা ইলিশ সংরক্ষণের জন্য ৪ থেকে ২৫ অক্টোবর পর্যন্ত ২২ দিনের নিষেধাজ্ঞা শেষ হওয়ার মাত্র এক সপ্তাহ পরেই আবারও কঠোর এই নিষেধাজ্ঞা জারি হলো।

নিষেধাজ্ঞা অমান্য করলে সর্বোচ্চ দুই বছর সশ্রম কারাদণ্ড বা ৫ হাজার টাকা জরিমানা কিংবা উভয় দণ্ডের বিধান রয়েছে বলে জানানো হয়েছে।

তবে হঠাৎ এ সিদ্ধান্তে উপকূলীয় অঞ্চলের প্রায় ২০ হাজার জেলে পড়েছেন চরম অনিশ্চয়তায়। দীর্ঘ সময় সাগরে যেতে না পারায় অনেকে দুশ্চিন্তায় রয়েছেন পরিবার ও সন্তানদের ভবিষ্যৎ নিয়ে।

কচুয়ার বগা জেলে পল্লীর রিয়াজুল বাওয়ালি বলেন, “দুইটি ছোট ট্রলার তৈরিতে সাত–আট লাখ টাকা লাগে। ২২ দিনের নিষেধাজ্ঞার পর সমুদ্রে যেতেও পারিনি, এখন আবার আট মাসের নতুন নিষেধাজ্ঞা এল।”

মোংলার জেলে আফজাল হোসেন বলেন, “২২ দিনে যে ২৫ কেজি চাল পেয়েছি, তা পরিবার নিয়ে এক সপ্তাহও চলে না। অনেকে আবার সেই চালও পাননি। এখন সামনে কীভাবে চলব ভেবে পাচ্ছি না।”

স্থানীয় জেলেরা এ সময়ে পর্যাপ্ত খাদ্য সহায়তা ও নগদ অর্থ বরাদ্দের দাবি জানিয়ে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন।

বাগেরহাট মৎস্য অবতরণ কেন্দ্রের সভাপতি অনুপ কুমার বিশ্বাস বলেন, “জেলেরা দাদন নিয়ে মাছ ধরতে যায়, কিন্তু নিষেধাজ্ঞার কারণে আড়তে মাছ জমা দিতে না পারায় আমরা বড় ধরনের ক্ষতির মুখে।”

মোংলা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. জাহিদুল ইসলাম জানান, যারা এখনো ভিজিএফের চাল পাননি, তাদের দ্রুত বরাদ্দ দেওয়া হবে। এছাড়া ২০ হাজার নিবন্ধিত জেলে ভিজিএফ কর্মসূচির আওতায় থাকবেন।

তিনি আরও জানান, অতিরিক্ত নিবন্ধিত জেলেদের জন্য বিশেষ বরাদ্দের উদ্যোগ নেওয়া হচ্ছে, যা আগামী বছর নতুন নিবন্ধনে সহায়ক ভূমিকা রাখবে।
কমেন্ট বক্স