ঢাকা | ২৭ অক্টোবর ২০২৫ ইং | বঙ্গাব্দ

শাপলা দেয়ার সুযোগ নেই, অন্য প্রতীক দিয়ে গণবিজ্ঞপ্তি জারি করা হবে: ইসি সচিব

প্রকাশের তারিখ: অক্টোবর ২৭, ২০২৫ ইং

ছবির ক্যাপশন:
ad728
প্রতিদিনের বাংলার প্রতিচ্ছবি : জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চাওয়া শাপলা প্রতীক দেয়া সম্ভব নয় বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ। অন্য প্রতীক দিয়ে গণবিজ্ঞপ্তি জারি করা হবে বলে জানান তিনি।

সোমবার (২৭ অক্টোবর) দুপুরে ‎নির্বাচন ভবনে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ইসি সচিব।

আখতার আহমেদ বলেন, ‎বিধিমালায় শাপলা প্রতীক না থাকায় এনসিপিকে শাপলা দেয়ার সুযোগ নেই। নির্বাচন কমিশন স্ববিবেচনায় অন্য প্রতীক দিয়ে গণবিজ্ঞপ্তি জারি করবে।
 
এ সময় ইসি সচিব জানান, নতুন নতুন রাজনৈতিক দল ও দেশীয় পর্যবেক্ষক সংস্থার নিবন্ধন এ সপ্তাহেই হবে।
 
এছাড়া গণভোটের ব্যাপারে নির্বাচন কমিশনে এখনো কোনো তথ্য আসেনি বলেও জানান আখতার আহমেদ।
কমেন্ট বক্স