ঢাকা | ১৮ অক্টোবর ২০২৫ ইং | বঙ্গাব্দ

প্রথম ট্রাইফোল্ড স্মার্টফোন দেখানোর প্রস্তুতি নিচ্ছে স্যামসাং

প্রকাশের তারিখ: অক্টোবর ১৮, ২০২৫ ইং

ছবির ক্যাপশন:
ad728
প্রতিদিনের বাংলার প্রতিচ্ছবি : চলতি মাসের শেষ দিকে সিউলে অনুষ্ঠিত এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশন (এপেক) সম্মেলনে স্যামসাং উন্মোচন করবে তাদের বহু প্রতীক্ষিত ট্রাইফোল্ড স্মার্টফোন।

এটি স্যামসাংয়ের প্রথম দুই-হিঞ্জযুক্ত বা বিপরীতমুখী দুটি কবজাযুক্ত ফোন, যা ভাঁজ খুললে বড় ট্যাবলেটে পরিণত হবে।

ব্লুমবার্গ বলছে, স্যামসাং ফোনটি দেখাবে সম্মেলনের সঙ্গে আয়োজিত এক প্রদর্শনীতে, যেখানে দক্ষিণ কোরিয়ার সর্বাধুনিক প্রযুক্তি উদ্ভাবন তুলে ধরবে দেশটির কোম্পানিগুলো।

গিয়াংজুতে আয়োজিত এই সম্মেলন স্যামসাংয়ের জন্য একটি বড় সুযোগ। এটি স্যামসাংয়ের জন্য বৈশ্বিক মঞ্চে নিজেদের প্রযুক্তিগত সক্ষমতা দেখানোর সুযোগ। হুয়াওয়ের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতার মধ্যে স্যামসাং অনেক দিন ধরেই ফোল্ডএবল স্মার্টফোন বাজারে পথিকৃৎ হিসেবে নিজেদের অবস্থান ধরে রেখেছে। হুয়াওয়ে গত বছর চীনে বিশ্বের প্রথম ট্রাইফোল্ড স্মার্টফোন বাজারে আনে, আর এবার স্যামসাং সেই ধারণাটিকে বিশ্বব্যাপী বাজারে ছড়িয়ে দিতে প্রস্তুত।

সম্মেলনের উপস্থিত ব্যক্তিরা নতুন এই ডিভাইসটি হাতে নিতে পারবেন না বলে প্রতিবেদনে লিখেছে ব্লুমবার্গ। ফোনটি গ্লাস কেসের ভেতর থেকে দেখানো হবে কারণ এটি এখনো বাণিজ্যিকভাবে উন্মোচনের আগে প্রদর্শনের পর্যায়ে আছে। ডিভাইসটি এ বছরেই বাজারে আসতে পারে।

২০১৯ সালে স্যামসাং যখন প্রথমবারের মতো ফোল্ডএবল স্মার্টফোন বাজারে আনে তখন এটি ছিল একেবারে নতুন একটি ধারণা। এখন সেই বাজার দ্রুত প্রতিযোগিতাপূর্ণ হয়ে উঠছে। চীনের প্রায় সব বড় ফোন নির্মাতাই এখন ফোল্ডএবল ফোনের বাজার দখলের লড়াইয়ে নেমেছে।

স্যামসাং সম্প্রতি ফোল্ডএবল স্মার্টফোন ‘গ্যালাক্সি জেড ফোল্ড ৭’ উন্মোচন করেছে যা হালকা ও পাতলা ডিজাইনের কারণে গ্রাহকদের মধ্যে দারুণ সাড়া ফেলেছে।

আগামী বছর এই প্রতিযোগিতা আরও তীব্র হতে যাচ্ছে কারণ অ্যাপল তাদের প্রথম ফোল্ডএবল আইফোন উন্মোচনের পরিকল্পনা করছে। ফলে, ফোল্ডএবল প্রযুক্তির পরবর্তী অধ্যায়ে স্যামসাংয়ের ট্রাইফোল্ড ফোনই হতে পারে সবচেয়ে বড় আকর্ষণ।
কমেন্ট বক্স