প্রতিদিনের বাংলার প্রতিচ্ছবি : কাশিমপুর কারাগার থেকে পলাতক রাজধানীর দারুস সালাম থানার চাঞ্চল্যকর ও আলোচিত শিশু হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি মো. জানে আলমকে (৩৩) গ্রেফতার করেছে র্যাব-৪।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে র্যাব-৪।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেফতারকৃতকে জিজ্ঞাসাবাদ ও ঘটনার বিবরণে জানা যায়, মো. জানে আলম (৩৩) ৯ বছরের শিশু হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি। সে ওই মামলায় গ্রেফতার হয়ে কাশিমপুর কারাগার ছিল। তবে ২০২৪ সালের ৬ আগস্ট কারাগারে থাকা অন্য আসামিদের সঙ্গে অস্ত্রশস্ত্র নিয়ে দাঙ্গা-হাঙ্গামা শুরু করে এবং কারাগারের ভেতরে কর্তব্যরত কারারক্ষীদের জিম্মি করে। পরবর্তীতে তারা ২৫ জন কারারক্ষীকে গুরুতর আহত করে বৈদ্যুতিক পিলার ভেঙে মই বানিয়ে দুপুর ২’টার দিকে বাউন্ডারির দেয়াল টপকে পালিয়ে যায়। পালানোর সময় আসামিরা কারাভ্যন্তরে প্রচুর ভাঙচুর করে প্রায় ৫০ লাখ টাকার ক্ষতি করে এবং বিভিন্ন সরকারি নথিপত্র আগুনে পুড়িয়ে ফেলে।
ওই ঘটনায় জেল কর্তৃপক্ষ বাদী হয়ে কোনাবাড়ী থানায় জেল পলাতক আসামিদের নামে একটি মামলা দায়ের করে। জানে আলম গ্রেফতার এড়াতে বিভিন্ন ছদ্মবেশ ধারণ করে আত্মগোপনে থেকে দেশের বিভিন্নস্থানে অস্থায়ীভাবে বসবাস করছিলেন। তবে র্যাব-৪ এর একটি চৌকশ দল তথ্য প্রযুক্তির মাধ্যমে আসামির অবস্থান শনাক্ত করে বৃহস্পতিবার বিকেলে মিরপুর মডেল থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
উল্লেখ্য, ২০১১ সালের ৯ মে জানে আলম ও তার সহযোগীরা মিলে ৯ বছরের শিশু সালমান সামিকে অপহরণ করে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। পরবর্তীতে মুক্তিপণের টাকা না পেয়ে শিশু সালমানকে নৃশংসভাবে হত্যা করে। উক্ত ঘটনায় দারুস সালাম থানায় হত্যা মামলা রুজ হয়। মামলায় আসামি জানে আলমসহ তার সহযোগীদের দোষীসাব্যস্ত করে আদালত মৃত্যুদণ্ড প্রদান করেন।
গ্রেফতারকৃতর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের নিমিত্তে সংশ্লিষ্ট থানায় পাঠানো হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।