ঢাকা | ১৫ অক্টোবর ২০২৫ ইং | বঙ্গাব্দ

ফরিদপুরকে বিভাগ হিসেবে দ্রুত বাস্তবায়নে দাবিতে গণসমাবেশের ডাক

প্রকাশের তারিখ: অক্টোবর ১৫, ২০২৫ ইং

ছবির ক্যাপশন:
ad728
প্রতিদিনের বাংলার প্রতিচ্ছবি : ফরিদপুরকে বিভাগ হিসেবে দ্রুত বাস্তবায়নের দাবিতে গণসমাবেশ ও মিছিলের ডাক দেয়া হয়েছে। ফরিদপুরের সর্বস্তরের জনগণের ব্যানারে আগামী বৃহস্পতিবার (১৬ অক্টোবর) এ কর্মসূচির আয়োজন করা হয়েছে।

সমাবেশের লক্ষে মঙ্গলবার (১৪ অক্টোবর) বিকেলে শহরের ঝিলটুলী কাঠপট্টি এলাকায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।

সভায় সিদ্ধান্ত অনুযায়ী আয়োজক কমিটির সদস্য কাজী রিয়াজ জানান, আগামী বৃহস্পতিবার সকাল ১০টা থেকে ফরিদপুর প্রেসক্লাব চত্বরে গণসমাবেশ শুরু হবে এবং বেলা ১১টায় সর্বস্তরের মানুষের অংশগ্রহণে একটি মিছিল বের করা হবে। মিছিলটি প্রধান সড়ক দিয়ে শহরের জনতা ব্যাংকের মোড়, হাসিবুল হাসান লাবলু সড়ক হয়ে পুনরায় প্রেসক্লাব চত্বরে ফিরবে। এরপর সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
 
কাজী রিয়াজ বলেন, ‘আমাদের যৌক্তিক দাবিতে ফরিদপুরের সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, স্বেচ্ছাসেবী সংগঠন, পেশাজীবী সংগঠন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীবৃন্দ সহ নানা শ্রেণী পেশার মানুষ অংশ নেবে।’
 
এছাড়া একই দাবিতে গড়ে ওঠা ১৯৮৫ সালের কমিটির প্রবীণ নেতৃবৃন্দ সংহতি জানিয়ে ফরিদপুর উন্নয়ন কমিটির’ ব্যানারে অংশ নেয়ার সম্মতি জানিয়েছেন।
 
এ বিষয়ে আরেক সদস্য ও তরুণ সংগঠক আবরাব নাদিম ইতু বলেন, ‘প্রায় দুশো বছরের পুরনো এ জেলাকে বিভাগ করার উদ্যোগ নেয়া হলেও বিভিন্ন কারণে ও স্বার্থান্বেষী মহলের অপচেষ্টায় বাধাপ্রাপ্ত হয়েছে৷ সম্প্রতি অন্তর্বর্তী সরকারের জনপ্রশাসন সংস্কার কমিশন পুনরায় বাস্তবায়নের উদ্যোগ নিয়েছেন। তাই এবার যেন আর কোনো টালবাহানা করা না হয় সেই লক্ষ্যে আমরা বিভিন্ন কর্মসূচি পালন করে যাব। আমরা চাই- দ্রুত ফরিদপুরকে বিভাগ হিসেবে বাস্তবায়ন করা হোক। কোনো অপশক্তির চেষ্টায় যেন প্রাচীন এ জেলাকে অবহেলা করা না হয়।’
 
এদিকে, ফরিদপুর বিভাগ বাস্তবায়নসহ ১০ দফা দাবিতে গত ৯ অক্টোবর প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি দিয়েছে ফরিদপুর উন্নয়ন কমিটি। জেলা প্রশাসক মো. কামরুল হাসান মোল্যার হাতে স্মারকলিপি তুলে দেন ওই কমিটির সভাপতি ডা. এম এ জলিল, সাধারণ সম্পাদক প্রফেসর মো. আব্দুল আজিজ সহ নেতৃবৃন্দ। এই কমিটির অনেকের উদ্যোগে সর্বপ্রথম ১৯৮৫ সালে ফরিদপুর বিভাগ ও পদ্মাসেতু বাস্তবায়ন কমিটি নামে প্রথম দাবি উত্থাপণ করা হয়।
 
প্রসঙ্গত, গত ৮ সেপ্টেম্বর মন্ত্রি পরিষদ সচিব আব্দুর রশীদের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রি-নিকার বৈঠকে ফরিদপুর ও কুমিল্লা শহরের নামেই নতুন দুটি প্রশাসনিক বিভাগ এবং নতুন দুটি উপজেলা গঠনের প্রাথমিক সিদ্ধান্ত হয়।
 
জানা যায়, ফরিদপুর ও কুমিল্লা নামে নতুন দুটি প্রশাসনিক বিভাগ প্রতিষ্ঠার পথে এগোচ্ছে সরকার। সেই লক্ষ্যে জনপ্রশাসন সংস্কার কমিশন ইতিমধ্যে ফরিদপুর, মাদারীপুর, রাজবাড়ী, গোপালগঞ্জ ও শরীয়তপুর জেলা নিয়ে ফরিদপুর বিভাগ গঠন এবং কুমিল্লা বিভাগের জন্য ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, চাঁদপুর, ফেনী, লক্ষ্মীপুর ও নোয়াখালীর নাম প্রস্তাব করেছে।
 
এছাড়া চলতি মাসে প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) বৈঠক অনুষ্ঠিত হতে পারে এবং সেখানেই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হতে পারে বলে সংশ্লিষ্ট সুত্র বিভিন্ন গণমাধ্যমকে জানিয়েছেন।
কমেন্ট বক্স