ঢাকা | ১৬ অক্টোবর ২০২৫ ইং | বঙ্গাব্দ

সাতক্ষীরায় সিনিয়র সাংবাদিকের বাড়িতে দুর্ধর্ষ চুরি

প্রকাশের তারিখ: অক্টোবর ২, ২০২৫ ইং

ছবির ক্যাপশন:
ad728
সৌরভ চ্যাটার্জী (খুলনা প্রতিনিধি) : সাতক্ষীরায় ভয়াবহ চুরির ঘটনায় স্তম্ভিত স্থানীয় এলাকাবাসী। গতকাল রাতে আরটিভির সিনিয়র সাংবাদিক রামকৃষ্ণ চক্রবর্তীর নিজস্ব বাসভবনে সংঘটিত হয় দুর্ধর্ষ চুরি।

জানা গেছে, পূজার উৎসব উপলক্ষে সাংবাদিক রামকৃষ্ণ চক্রবর্তী তাঁর পরিবারের সদস্যদের নিয়ে বাড়ির বাইরে পূজা দেখতে বেরিয়ে ছিলেন। সেই সুযোগে চোরেরা পরিকল্পিতভাবে বাসায় প্রবেশ করে।

চুরির ঘটনায় বাসা থেকে নগদ ১০ লাখ টাকা, বিভিন্ন স্বর্ণালংকার এবং অন্যান্য মূল্যবান সামগ্রী নিয়ে যায় দুর্বৃত্তরা। পরিবার বাসায় ফিরে এসে চুরির ঘটনা টের পায় এবং সঙ্গে সঙ্গে স্থানীয় প্রশাসনকে অবগত করে।

এ ঘটনায় এলাকাজুড়ে চরম উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। সাংবাদিক সমাজ এ ধরনের চুরি ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে দোষীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে এবং চোরদের খুঁজে বের করতে তদন্ত কার্যক্রম শুরু হয়েছে।

উৎসবের আমেজে যখন সাধারণ মানুষ আনন্দে মেতে উঠেছে, তখন এই দুর্ধর্ষ চুরির ঘটনাটি সাতক্ষীরায় নাড়া দিয়ে গেছে।
কমেন্ট বক্স