প্রিন্স মন্ডল অলিফ (বাগেরহাট প্রতিনিধি) : বাগেরহাটের চিতলমারীতে গোসলে নেমে পানিতে ডুবে দাদা-নাতির মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দুপুরের দিকে উপজেলার শিবপুর গ্রামের মোল্লা বাড়ির পুকুরে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—শাহাজান মোল্লা (৯৫) ও তার নাতি নূরুল কাদের (৮)। নিহত নূরুল কাদের ঢাকার খান ইন্টারন্যাশনাল স্কুলের দ্বিতীয় শ্রেণির ছাত্র ছিল।
পরিবার সূত্রে জানা যায়, নূরুল কাদেরের বাবা নূরুজ্জামান মোল্লা ঢাকায় বসবাস করেন। বৃহস্পতিবার সকালে তিনি ছেলেকে নিয়ে গ্রামের বাড়িতে বেড়াতে আসেন। দুপুরে দাদা-নাতি মিলে বাড়ির পাশের পুকুরে গোসল করতে নামেন। এসময় নূরুল কাদের পা পিছলে গভীর পানিতে পড়ে যায়। নাতিকে বাঁচাতে দাদা শাহাজান মোল্লাও ঝাঁপ দেন, কিন্তু বয়সের ভারে তিনিও পানির নিচে তলিয়ে যান। পরে স্থানীয়রা তাদের মৃতদেহ উদ্ধার করে।
পারিবারিক সূত্রে জানা গেছে, নূরুল কাদেরের মা ঢাকায় অবস্থান করছেন। তাকে এখনো সরাসরি মৃত্যুর খবর জানানো হয়নি। এদিকে শাহাজান মোল্লার ছোট ছেলে, যিনি প্রবাসে অবস্থান করছেন, দেশে ফেরার পথে রয়েছেন।
আগামীকাল (শুক্রবার) সকাল ১১টার দিকে তাদের জানাজা হওয়ার কথা রয়েছে। একসঙ্গে দাদা-নাতির মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের বুকফাটা কান্নায় ভারী হয়ে উঠেছে পুরো গ্রাম।