ঢাকা | ১৫ সেপ্টেম্বর ২০২৫ ইং | বঙ্গাব্দ

চিতলমারীতে হরতাল ঢিলেঢালা, স্বাভাবিক রয়েছে যান চলাচল ও বাজার কার্যক্রম

প্রকাশের তারিখ: সেপ্টেম্বর ১৫, ২০২৫ ইং

ছবির ক্যাপশন:
ad728
প্রিন্স মন্ডল অলিফ (বাগেরহাট প্রতিনিধি) : বাগেরহাটের চিতলমারীতে ঘোষিত সকাল–সন্ধ্যা হরতাল ঢিলেঢালা পরিবেশে পালিত হয়েছে। সোমবার (১৫ সেপ্টেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত মহাসড়ক ও বাজারে স্বাভাবিক পরিস্থিতি দেখা গেছে।

সকাল ৮টার দিকে ঢাকা–পিরোজপুর মহাসড়কের কুনিয়া বাসস্ট্যান্ড এলাকায় ইজিবাইক, ভ্যান, অ্যাম্বুলেন্স, গণপরিবহনসহ মাছ ও সবজি ভর্তি ট্রাক নির্বিঘ্নে চলাচল করতে দেখা যায়। তবে কিছুদূরে কয়েকজন নেতাকর্মী মহাসড়কে বাঁশ ফেলে ৫–৬টি ট্রাক আটকে রাখে।

পরে সকাল সাড়ে ১১টার দিকে সেনাবাহিনী ও পুলিশ যৌথভাবে অবরোধকারীদের সঙ্গে কথা বলে অবরোধ তুলে নিলে যান চলাচল আবার স্বাভাবিক হয়ে যায়। এরপর বাংলা বাজার এলাকায় গিয়ে দেখা যায়, সেখানেও যান চলাচল স্বাভাবিক এবং কোনো নেতাকর্মীর উপস্থিতি নেই।

এছাড়া চিতলমারীর পাইকারি মাছ আড়তে প্রতিদিনের মতো মাছ কেনাবেচা চলতে দেখা গেছে। বাজারের দোকানপাটও খোলা ছিল, ফলে সাধারণ মানুষের ভোগান্তি তুলনামূলকভাবে কম হয়েছে।
কমেন্ট বক্স