ঢাকা | ১০ সেপ্টেম্বর ২০২৫ ইং | বঙ্গাব্দ

ফকিরহাটে নিজের মেয়েকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার বাবা

প্রকাশের তারিখ: সেপ্টেম্বর ১০, ২০২৫ ইং

ছবির ক্যাপশন:
ad728
প্রিন্স মন্ডল অলিফ (বাগেরহাট প্রতিনিধি) : বাগেরহাটের ফকিরহাট উপজেলার বালিয়াডাঙ্গা এলাকায় এক চাঞ্চল্যকর ঘটনায় নিজের মেয়েকে (২০) ধর্ষণের অভিযোগে আল মাহমুদ শেখ (৪০) নামে এক পিতা পুলিশে গ্রেপ্তার হয়েছেন। তিনি নছিমন চালক হিসেবে পরিচিত।

পুলিশের তথ্য অনুযায়ী, মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে আল মাহমুদ শেখ মেয়েকে শরীর ম্যাসেজের জন্য ঘরে ডেকে নেয় এবং জোরপূর্বক ধর্ষণ করে। বিষয়টি স্থানীয়দের নজরে আসলে তারা পুলিশকে খবর দেয় এবং অভিযুক্তকে আটক করতে সহায়তা করে।

ঘটনার পর বুধবার (১০ সেপ্টেম্বর) ভিকটিমের চাচা মামুন শেখ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন-২০০০ (সংশোধনী ২০০৩) এর ৯(১) ধারায় মামলা দায়ের করেন।

ওই কিশোরী স্থানীয় একটি মাদ্রাসার নবম শ্রেণির ছাত্রী। তার মা দীর্ঘদিন আগে বাবাকে ছেড়ে অন্যত্র চলে গেছেন। ঘটনার সময় মেয়েটি বাড়িতে একা ছিল।

ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রাজজাক মীর বলেন, “মামলায় অভিযুক্ত আল মাহমুদ শেখকে গ্রেপ্তার করা হয়েছে। ভিকটিমের ডাক্তারি পরীক্ষা সম্পন্ন করা হচ্ছে এবং ২২ ধারায় জবানবন্দি গ্রহণের প্রক্রিয়া চলছে।”
কমেন্ট বক্স