ঢাকা | ১০ সেপ্টেম্বর ২০২৫ ইং | বঙ্গাব্দ

খুলনায় মহাসড়ক অবরোধ করে পাট শ্রমিকদের বিক্ষোভ

প্রকাশের তারিখ: সেপ্টেম্বর ১০, ২০২৫ ইং

ছবির ক্যাপশন:
ad728
প্রতিদিনের বাংলার প্রতিচ্ছবি : খুলনায় কাঁচা পাট রফতানিতে নতুন শর্ত আরোপের প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শ্রমিকরা। বুধবার (১০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টা থেকে বেলা ১১টা পর্যন্ত খুলনা-যশোর মহাসড়কের নতুন রাস্তা মোড়ে কয়েকশ শ্রমিক অবস্থান নেন। প্রায় দেড় ঘণ্টা সড়ক অবরোধ থাকায় দুপাশে শত শত যানবাহন আটকা পড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়।

বিক্ষোভে অংশ নেয়া শ্রমিকরা জানান, বাণিজ্য মন্ত্রণালয়ের সাম্প্রতিক প্রজ্ঞাপনে কাঁচা পাটকে শর্তযুক্ত পণ্যের তালিকায় অন্তর্ভুক্ত করায় রফতানি কার্যত বন্ধ হয়ে যাবে। এতে খুলনা অঞ্চলের প্রায় ২৫টি রফতানিকারক প্রতিষ্ঠান বন্ধ হয়ে ৩০ হাজারেরও বেশি শ্রমিক কর্মহীন হয়ে পড়বেন।

তারা বলেন, ‘শর্ত মেনে রফতানি সম্ভব নয়। সরকার ইচ্ছাকৃতভাবে কাঁচা পাট রফতানিতে প্রতিবন্ধকতা তৈরি করছে।’

শ্রমিকরা এ সময় বিভিন্ন স্লোগান দিয়ে কাঁচা পাটকে শর্তযুক্ত তালিকা থেকে অবিলম্বে বাদ দেয়ার দাবি জানান। বক্তারা বলেন, গত তিন মাস ধরে স্থলবন্দর দিয়ে ভারতে কাঁচা পাট রফতানি বন্ধ রয়েছে। নতুন এই প্রজ্ঞাপন কার্যকর হলে রফতানির বিকল্প পথও বন্ধ হয়ে যাবে।

তারা দাবি করেন, সরকারের এই সিদ্ধান্ত পাটশিল্প ও শ্রমিকদের জীবিকা ধ্বংসের পথে ঠেলে দিচ্ছে।

বাংলাদেশ জুট প্রেস অ্যান্ড ওয়ার্কাস ইউনিয়নের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মিঠু বলেন, ‘কাঁচা পাট রফতানি নিয়ে সরকার ষড়যন্ত্র করছে। এর অংশ হিসেবেই বাণিজ্য মন্ত্রণালয় শর্তযুক্ত পণ্যের তালিকায় কাঁচা পাট যোগ করেছে। আমরা এর তীব্র প্রতিবাদ জানাই। আজকের কর্মসূচি শুধু সতর্কবার্তা। যদি দাবি দ্রুত না মানা হয়, তাহলে আরও বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হবো।’

অবরোধ কর্মসূচিতে অন্তত পাঁচ শতাধিক শ্রমিক অংশ নেন। দেড় ঘণ্টা মহাসড়ক অবরোধ থাকায় যাত্রীদের ভোগান্তি চরমে ওঠে। অনেক গাড়িচালক বিকল্প রুট ব্যবহার করতে বাধ্য হন।

উল্লেখ্য, গত ৮ সেপ্টেম্বর বাণিজ্য মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপনে কাঁচা পাটকে শর্তযুক্ত পণ্যের তালিকায় অন্তর্ভুক্ত করা হয়।

এর আগে, গত ২৭ জুন ভারত সরকার স্থলবন্দর দিয়ে কাঁচা পাট রফতানি নিষিদ্ধ করে। একের পর এক এই সিদ্ধান্তে খুলনা অঞ্চলে পাট রফতানি কার্যত স্থবির হয়ে পড়েছে, যা সরাসরি প্রভাব ফেলছে শ্রমিক ও ব্যবসায়ীদের জীবিকায়।
কমেন্ট বক্স