মোল্লাহাট প্রতিনিধি : বাগেরহাটের মোল্লাহাটে মোটরসাইকেল ও পথচারীর মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। সোমবার (২৮ জুলাই) দুপুর ১২টার দিকে উপজেলার চাঁদেরহাট এলাকার শেয়ালবাড়ি খালের কাছে ঢাকা-খুলনা মহাসড়কে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—স্থানীয় আগা কেন্দুয়া গ্রামের বাসিন্দা পথচারী রাজেশ্বর বদ্ধি (৬৫) এবং মোটরসাইকেল চালক বরগুনা জেলার বামনা থানার সখিপুর গ্রামের সাইফুল ইসলাম (২৮)।
প্রত্যক্ষদর্শীরা জানান, দ্রুতগতির একটি মোটরসাইকেল মহাসড়ক দিয়ে চলার সময় রাজেশ্বর বদ্ধি রাস্তা পার হচ্ছিলেন। এ সময় সাইফুল ইসলামের চালানো মোটরসাইকেলটি তাকে সজোরে ধাক্কা দেয়। সংঘর্ষে দুজনেই গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার চেষ্টা করলে পথেই তাদের মৃত্যু হয়।
মোল্লাহাট হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ নুরুজ্জামান চানু ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায়। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ দুটি পরিবারের কাছে হস্তান্তরের ব্যবস্থা নেওয়া হচ্ছে।
হঠাৎ এই দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।