প্রতিদিনের বাংলার প্রতিচ্ছবি :
প্রিন্স মন্ডল অলিফ ও আজাদ খান, চিতলমারী (বাগেরহাট): চিতলমারীতে উপজেলা পর্যায়ের মাসিক আইনশৃঙ্খলা উন্নয়ন ও সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টা ৩০ মিনিটে উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত এ সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদক নির্মূল, বাল্যবিয়ে প্রতিরোধসহ নানা গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাপস পাল।
এসময় উপস্থিত ছিলেন চিতলমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) এস.এম. শাহাদাৎ হোসেন, সদ্য নির্বাচিত উপজেলা বিএনপির সভাপতি মমিনুল হক টুলু বিশ্বাস, সাধারণ সম্পাদক মোঃ শরিফুল হাসান অপু তালুকদার, উপজেলা জামায়াতের আমীর মাওলানা মনিরুজ্জামান, সাধারণ সম্পাদক মোঃ নান্না, উপজেলা কৃষি কর্মকর্তা (কৃষিবিদ) সিফাত আল মারুফ, মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ হাফিজুর রহমান, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা অচ্যুতানন্দ, চিতলমারী প্রেসক্লাব সভাপতি মোঃ একরামুল হক মুন্সী ও চিতলমারী প্রেসক্লাব সিঃযুগ্ম সাধারণ সম্পাদক প্রিন্স মণ্ডল অলিফ সহ উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি কামরুজ্জামান খান পিকলু, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি, ৭টি ইউনিয়নের সচিববৃন্দ এবং বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।
সভায় বক্তারা বলেন, উপজেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক থাকলেও মাদকসেবী ও মাদকব্যবসায়ীদের দৌরাত্ম্য, কিশোর অপরাধ, ইভটিজিং ও বাল্যবিবাহ প্রতিরোধে সমন্বিত পদক্ষেপ গ্রহণ প্রয়োজন।
এ ছাড়া সামাজিক সচেতনতা বৃদ্ধির মাধ্যমে পরিবার ও শিক্ষা প্রতিষ্ঠানকেও এ কার্যক্রমে সম্পৃক্ত করতে হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপস পাল বলেন, “সুশাসন ও নিরাপদ সমাজ গড়তে হলে মাদক, বাল্যবিবাহ ও দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান নিতে হবে। প্রশাসন যে কোনো সময় স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, ধর্মীয় নেতৃবৃন্দ ও গণমাধ্যমকর্মীদের সহায়তা নিয়ে এই চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত রয়েছে।”
ওসি এস.এম. শাহাদাৎ হোসেন বলেন, “মাদক ও অপরাধ দমনে পুলিশ সর্বদা সচেষ্ট। তবে জনসম্পৃক্ততা ছাড়া এটি একা সম্ভব নয়।”