ঢাকা | ০৪ সেপ্টেম্বর ২০২৫ ইং | বঙ্গাব্দ

ফরিদপুরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

প্রকাশের তারিখ: Jul ২৪, ২০২৫ ইং

ছবির ক্যাপশন:
ad728
জয় সাহা (ফরিদপুর প্রতিনিধি) : ফরিদপুরে দুটি যাত্রীবাহী বাসের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১০ জন।

বৃহস্পতিবার সকাল ১০টার দিকে সদর উপজেলার করিমপুর এলাকার ঢাকা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে বলে করিমপুর হাইওয়ে পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মারুফ হোসেন জানান।

তিনি বলেন, “সাতক্ষীরা খুলনা থেকে থেকে ঢাকাগামী রয়েল পরিবহন বাসের সঙ্গে ফরিদপুর থেকে মাগুরাগামী একটি লোকাল বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। প্রচণ্ড ধাক্কায় ঘটনাস্থলেই মারা যান দুজন। পরে হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয় আরও একজনের।”

দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত বাস দুটিকে জব্দ করে রাখা হয়েছে, আহতদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল পাঠানো হয়েছে এবং তাদের বেশ কয়েকজনের শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলে অতিরিক্ত পুলিশ সুপার জানিয়েছেন।
কমেন্ট বক্স