ঢাকা | ০৩ সেপ্টেম্বর ২০২৫ ইং | বঙ্গাব্দ

শ্যামনগরে জমি দখল-হয়রানি, প্রশাসনের হস্তক্ষেপ দাবি

প্রকাশের তারিখ: Jul ২২, ২০২৫ ইং

ছবির ক্যাপশন:
ad728
শ্যামনগর প্রতিনিধি : সাতক্ষীরার শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের হরিনগর মৌজার প্রায় সাড়ে তিনশ বিঘা পৈত্রিক সম্পত্তি রক্ষায় সংবাদ সম্মেলন করেছে ভূমি মালিকগণ। ২১ সেপ্টেম্বর (সোমবার) দুপুরে শ্যামনগর প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

তিন শতাধিক ভূমি মালিকের স্বাক্ষরিত লিখিত বক্তব্যে তারা জানান, সাবেক সচিব পরিচয়দানকারী সাইদুর রহমান ও উপজেলা ছাত্রদলের আহবায়ক আব্দুল কাইয়ুম আবু সমন্বিতভাবে তাদের জমি জবরদখলের চক্রান্ত চালাচ্ছেন। জমিতে প্রবেশে বাধা, হয়রানি ও ১৬ জুলাই মিথ্যা মামলা দায়েরসহ নানা অপতৎপরতায় তারা অতিষ্ঠ হয়ে পড়েছেন।
ভূমি মালিকরা জানান, ১৯৯৫ সালে কালিগঞ্জ উপজেলার আব্দুস সাত্তারের অনুকূলে তারা মৎস্যচাষের জন্য জমি ইজারা দেন। পরবর্তীতে তিনি এবং আশপাশের আরও অনেক মালিক একইভাবে জমি দেন। 

২০২০ সালে আব্দুস সাত্তারের নিকট থেকে সাইদুর রহমান ২০২৫ সালের ৩০ জুন পর্যন্ত সাব-ডিড নেন। মেয়াদ শেষে মালিকরা জমি আব্দুস সাত্তারের ছেলে এ এম এম সালাউদ্দীন শাওনের কাছে নতুন করে ইজারা দেন। কিন্তু সাইদুর রহমান জমি ছাড়তে অস্বীকৃতি জানিয়ে শাওনের প্রকল্প পরিচালনায় বাধা দিচ্ছেন।
ভূমি মালিকদের অভিযোগ, জমিতে একে একে মাছ লুট, ভাঙচুর, হুমকি, মিথ্যা মামলা এবং সামাজিক হেয়প্রতিপন্ন করার চেষ্টাও চলছে। 

তারা আরও জানান, এ ঘটনায় উপজেলা যুবদলের আহ্বায়ক সফিকুল ইসলাম দুলু জড়িত নন, বরং তাকে জড়িয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে।

সংবাদ সম্মেলনে ভূমি মালিকরা পৈত্রিক জমি রক্ষায় প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেন এবং সাইদুর রহমান ও তার সহযোগীদের অপতৎপরতা বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান।

কমেন্ট বক্স