প্রিন্স মণ্ডল অলিফ (বাগেরহাট প্রতিনিধি) : বাগেরহাটের চিতলমারীতে ‘জুলাই বিপ্লব’-এর সময় ছাত্র-জনতার আন্দোলনে নিহত বীর শহীদদের স্মরণে মৌন মিছিল, আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৮ জুলাই) সকাল ১০টায় উপজেলা বিএনপির আয়োজনে সভাপতি মমিনুল হক টুলু বিশ্বাসের সভাপতিত্বে মৌন মিছিলটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।
পরে শহীদ মিনার চত্বরে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান বক্তা ছিলেন বাগেরহাট জেলা বিএনপির নেতা ইঞ্জিনিয়ার মাসুদ রানা।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির সদস্য ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান রুনা গাজী।
এছাড়াও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব আহসান হাবীব ঠান্ডু, সাধারণ সম্পাদক শরিফুল হাসান অপু, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মো. ফজলুল হক, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম বাবু, শিবপুর ইউনিয়ন বিএনপির সভাপতি শেখ নোয়াব আলী, চরবানিয়ারী ইউনিয়ন বিএনপির সভাপতি শেখ জাহিদুর রহমান, সাধারণ সম্পাদক সুভাষ বালা (শুভ), উপজেলা যুবদলের আহ্বায়ক জাকারিয়া মিলন, সদস্য সচিব শেখ আসাদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. নিয়ামত আলী খান, সদস্য সচিব কাশীনাথ বৈরাগী, ছাত্রদলের আহ্বায়ক লিমন বিশ্বাস (ইউনুস) প্রমুখ।
আলোচনা শেষে বীর শহীদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।