ঢাকা | ০৩ সেপ্টেম্বর ২০২৫ ইং | বঙ্গাব্দ

চিতলমারীতে জামায়াত ইসলামী’র পদযাত্রা অনুষ্ঠিত

প্রকাশের তারিখ: Jul ১৭, ২০২৫ ইং

ছবির ক্যাপশন:
ad728
প্রিন্স মন্ডল অলিফ (বাগেরহাট প্রতিনিধি) : আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানের দাবিতে দেশের ৭ দফা দাবি আদায়ে ঢাকার ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে ঘোষিত জাতীয় সমাবেশ-২০২৫ সফল করার লক্ষ্যে বাগেরহাটের চিতলমারী উপজেলায় পদযাত্রা কর্মসূচি পালন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

বৃহস্পতিবার (১৭ জুলাই) বিকেলে উপজেলার শহীদ মিনার মোড় থেকে শুরু হয়ে পদযাত্রাটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা মোড়ে গিয়ে শেষ হয়। এতে উপজেলার বিভিন্ন এলাকা থেকে শতাধিক নেতাকর্মী অংশগ্রহণ করেন।

পদযাত্রা শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন বাগেরহাট-১ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী অধ্যক্ষ মাওলানা মসিউর রহমান খান। তিনি তার বক্তব্যে বলেন, “দেশে গণতন্ত্র ও সুষ্ঠু নির্বাচনব্যবস্থা ফিরিয়ে আনতে জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে। নির্বাচনে ভোটাধিকার নিশ্চিত করতে হলে ৭ দফা দাবির বাস্তবায়ন এখন সময়ের দাবি।”

এসময় আরও বক্তব্য রাখেন স্থানীয় জামায়াত ইসলামী নেতৃবৃন্দ। তারা সকলেই আসন্ন নির্বাচনকে নিরপেক্ষভাবে সম্পন্ন করতে জাতীয় ঐক্যের প্রয়োজনীয়তার ওপর জোর দেন।

কমেন্ট বক্স