ঢাকা | ০৬ Jul ২০২৫ ইং | বঙ্গাব্দ

মোল্লাহাটের গাওলা ইউনিয়নে বিএনপির বর্ধিত সভা অনুস্টিত

প্রকাশের তারিখ: Jul ৬, ২০২৫ ইং

ছবির ক্যাপশন:
ad728
প্রিন্স মন্ডল অলিফ : বাগেরহাট ৫ জুলাই আগামী ১৬ জুলাই অনুষ্ঠিতব্য মোল্লাহাট উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন ২০২৫-কে সামনে রেখে ব্যাপক গণজোয়ার সৃষ্টি হয়েছে। এ উপলক্ষে শুক্রবার ৫ নম্বর গাওলা ইউনিয়নে সভাপতি পদপ্রার্থী চৌধুরী সেলিম আহমেদের সমর্থনে বিশাল গণসংযোগ ও প্রচারণা কর্মসূচির আয়োজন করা হয়। চেয়ার মার্কা প্রতীকে মনোনীত প্রার্থী চৌধুরী সেলিম আহমেদের পক্ষে আয়োজিত কর্মসূচিতে অংশ নেন ইউনিয়নের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।

নেতৃত্ব দেন মো. আমির ফকির, লায়ন জিয়াউর রহমান জিয়া শেখ, মো. তারিকুল ইসলাম মোল্লা, মো. সেলিম শেখ, মো. লুলু শেখ, মো. লিটু ফরাজী, ও মো. সাকিব খলিফা প্রমুখ। গণসংযোগের অংশ হিসেবে নাশুখালী বাজারসহ গুরুত্বপূর্ণ স্থানে প্রচারপত্র বিলি, প্রচারণা এবং পথসভা অনুষ্ঠিত হয়। বক্তারা বলেন, “চেয়ার মার্কায় ভোট দিয়ে সংগঠনকে বাঁচাতে হবে, শক্তিশালী করতে হবে।” পথসভায় বক্তব্য রাখেন সারুলিয়া গ্রামের প্রবীণ রাজনীতিক শেখ সেলিম।

তিনি বলেন, “চৌধুরী সেলিম আহমেদ তৃণমূলের মানুষের একজন সত্যিকারের প্রতিনিধি। তাঁর অভিজ্ঞতা ও সততা দলের জন্য আশীর্বাদ।” বক্তারা আরও জানান, “সাবেক সভাপতি, মোল্লাহাট উপজেলা বিএনপি ও সাবেক সহ-সভাপতি, বাগেরহাট জেলা বিএনপি হিসেবে তাঁর দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা, নিষ্ঠা এবং দক্ষ নেতৃত্ব তাঁকে নতুন কমিটির জন্য সর্বাধিক যোগ্য প্রার্থী হিসেবে প্রতিষ্ঠিত করেছে।”

কমেন্ট বক্স