বাংলার প্রতিচ্ছবি : জাপানের সঙ্গে বাণিজ্য চুক্তি না হলে দেশটির পণ্যে ৩০ থেকে ৩৫ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপের হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগামী সপ্তাহে এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে।
এর আগে ২ এপ্রিল ‘লিবারেশন ডে’ উদ্যাপন করতে গিয়ে ট্রাম্প জাপানের পণ্যে ২৪ শতাংশ শুল্ক আরোপ করেছিলেন। পরে বিশ্বজুড়ে বেশ কয়েকটি দেশের ওপর উচ্চ শুল্ক ৯০ দিনের জন্য কমিয়ে ১০ শতাংশে আনা হয়, যেন তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার সুযোগ পায়। সেই ৯০ দিনের সময়সীমা শেষ হচ্ছে ৯ জুলাই।
এয়ার ফোর্স ওয়ানে এক সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, জাপানের সঙ্গে আলোচনা চলছে, কিন্তু আমি নিশ্চিত না আমরা কোনো চুক্তিতে পৌঁছাতে পারব কিনা। আমার সন্দেহ আছে।
জাপান এ বিষয়ে সরাসরি কোনো মন্তব্য করেনি। তবে দেশটির উপপ্রধান ক্যাবিনেট সচিব কাজুহিকো আওকি বলেন, আমরা প্রেসিডেন্ট ট্রাম্প কী বলেছেন তা জানি, তবে সব বিষয়ে আমরা মন্তব্য করি না।
জাপান থেকে যুক্তরাষ্ট্রে যাওয়া বেশিরভাগ পণ্যে এখন ১০ শতাংশ শুল্ক রয়েছে। যানবাহন ও যন্ত্রাংশে রয়েছে ২৫ শতাংশ শুল্ক, এবং ইস্পাত ও অ্যালুমিনিয়ামের ওপর শুল্ক ৫০ শতাংশ পর্যন্ত।
জাপানের প্রধান ক্যাবিনেট সচিব ইয়োশিমাসা হায়াশি জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি করতে গিয়ে তারা এমন কোনো ছাড় দেবেন না যাতে জাপানি কৃষকেরা ক্ষতিগ্রস্ত হন।
ট্রাম্প ইতোমধ্যে ঘোষণা দিয়েছেন, ৯০ দিনের মধ্যে ৯০টি বাণিজ্য চুক্তি করার ইচ্ছা তার রয়েছে। তবে এখন পর্যন্ত কেবল যুক্তরাজ্যই যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি করেছে।