ঢাকা | ০৩ সেপ্টেম্বর ২০২৫ ইং | বঙ্গাব্দ

মোল্লাহাটে সড়ক দুর্ঘটনায় ভ্যানচালকের মৃত্যু

প্রকাশের তারিখ: জুন ১৫, ২০২৫ ইং

ছবির ক্যাপশন:
ad728
প্রিন্স মন্ডল অলিফ (বাগেরহাট প্রতিনিধি) : বাগেরহাটের মোল্লাহাটে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় জালাল উদ্দিন জালু (৬১) নামে এক ভ্যানচালকের মৃত্যু হয়েছে। শনিবার (১৪ জুন) দুপুরে উপজেলার দেড় বোয়ালিয়া এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কের রহিমা ফিলিং স্টেশনের কাছে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, মহাসড়কে দ্রুতগামী একটি মোটরসাইকেল একটি ভ্যানগাড়িকে সজোরে ধাক্কা দেয়। এতে ভ্যানচালক জালাল উদ্দিন জালু রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনার পর মোটরসাইকেলসহ আরোহী ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

নিহত জালাল উদ্দিন জালুর বাড়ি মোল্লাহাট উপজেলার কামার গ্রামে। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এছাড়াও মোল্লাহাট উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মোল্লা মাসুদ আলম গভীর ভাবে শোক প্রকাশ করেছে।
কমেন্ট বক্স