সাগর রায় (শ্রীমঙ্গল প্রতিনিধি) : শ্রীমঙ্গল থেকে কমলগঞ্জ পর্যন্ত প্রায় ১৭  কিলোমিটার রাস্তা যেন সৌন্দর্যের লীলাভূমি। দু'পাশের সারি সারি বৃক্ষ আর পাহাড়  বিমোহিত করে আগত দর্শনার্থীদের। 
এত সৌন্দর্যের মাঝে উক্ত এলাকা রাতের বেলায় কখনো কখনো পরিণত  হয় অপরাধের স্বর্গরাজ্য হিসেবে। 
আনুমানিক রাত ৯টার দিকে শ্রীমঙ্গল- কমলগঞ্জ সড়কের বাগড়া বাড়ি এলাকায়  ডাকাতি  সংঘটিত হয়। বেশ কিছু যানবাহন ডাকাতি করা হয়। এ সময় ডাকাতদের দায়ের কোপে কয়েকজন আহত হয়। 
হামলার শিকার ব্যাক্তিরা বলেন, আনুমানিক রাত  ৯টার দিকে ডাকাতরা পথ অবরোধ করে পথচারী ও যানবাহনের  উপরে হামলা চালায় এবং মূল্যবান  জিনিসপত্র লুট  করে নেয়া যায় ।