ঢাকা | ১০ সেপ্টেম্বর ২০২৫ ইং | বঙ্গাব্দ

নতুন দল নিবন্ধন দেবে নির্বাচন কমিশন

প্রকাশের তারিখ: মার্চ ৯, ২০২৫ ইং

ছবির ক্যাপশন:
ad728
বাংলার প্রতিচ্ছবি : ত্রয়োদশ সংসদ নির্বাচনে অংশ নিতে ইচ্ছুক নতুন দলগুলোকে নিবন্ধন নিতে আবেদন আহ্বানের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।  এর পরিপ্রেক্ষিতে সোমবার (১০ মার্চ) গণবিজ্ঞপ্তি জারি করবে নির্বাচন পরিচালনার দায়িত্বে থাকা সংস্থাটি।

রোববার ইসি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

ইসি সূত্র জানায়, সোমবার (১০ মার্চ) নতুন দলগুলোর কাছে থেকে নিবন্ধন আবেদন আহ্বানের জন্য গণবিজ্ঞপ্তি জারি করা হবে। ইতোমধ্যে কমিশন এ সিদ্ধান্ত অনুমোদন দিয়েছে। আবেদন করা যাবে ২০ এপ্রিল পর্যন্ত।

জানা যায়, বর্তমান ইসির নিবন্ধিত দল হিসেবে রয়েছে ৫৪টি রাজনৈতিক দল। নিবন্ধনের কার্যক্রম শেষ হলে এ সংখ্যা আরও বাড়বে।

এ বিষয়ে জানতে চাইলে ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, ‘নতুন দল নিবন্ধনের জন্য শিগগির বিজ্ঞপ্তি জারি করা হবে। ’
কমেন্ট বক্স