প্রিন্ট এর তারিখঃ Apr 18, 2025 ইং || প্রকাশের তারিখঃ Mar 5, 2025 ইং
ট্রেনের টিকিট কেটে বিআরটিসি বাসে যাচ্ছেন যাত্রীরা

বাংলার প্রতিচ্ছবি : যেসব যাত্রী আগাম টিকিট কেটে ঢাকার কমলাপুর রেলস্টেশনে হাজির হয়েছেন তাদের বিআরটিসির বাসে করে গন্তব্যে পাঠানো হচ্ছে। ঢাকার কমলাপুর রেলস্টেশনের বাইরে থেকে এসব বাস ছাড়ছে। ট্রেনের টিকিট দেখিয়ে যাত্রীরা এসব বাসে যেতে পারছেন।
রেলওয়ের রানিং স্টাফদের ধর্মঘট চলছে। এ কারণে সারা দেশে ট্রেন চলাচল বন্ধ থাকায় বিপাকে পড়েছেন যাত্রীরা।
মঙ্গলবার সকালে কমলাপুর রেলস্টেশনের বাইরে বিআরটিসির অন্তত ১০টি বাস অপেক্ষা করতে দেখা যায়। ট্রেনের টিকিট দেখে এসব বাসে যাত্রী তোলা হচ্ছে।
সেখানে বাসের ব্যবস্থাপনায় থাকা কর্মীদের সঙ্গে কথা বলে এ তথ্য জানা গেছে। ঢাকা থেকে চট্টগ্রাম, খুলনা, রংপুরসহ গুরুত্বপূর্ণ বিভিন্ন গন্তব্যের উদ্দেশে বাস ছাড়তে দেখা যায়।
সকালে স্টেশনে এসে যাত্রীরা দেখেন ট্রেন চলছে না। এজন্য আগাম টিকিটও সংগ্রহ করেছিলেন। পরে জানতে পারেন তাদের জন্য বাসের ব্যবস্থা রয়েছে।
রেলকর্মীদের ধর্মঘটের মধ্যে মঙ্গলবার সকালে কমলাপুর স্টেশন পরিদর্শনে আসেন রেল উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।
তিনি বলেন, তারা ট্রেন চালক ও অন্যদের দাবি-দাওয়া নিয়ে আলোচনা করতে প্রস্তুত এবং সৌহার্দপূর্ণভাবে সমস্যা সমাধান করতে চান।
রেল উপদেষ্টা বলেন, ট্রেনের টিকিট কেনা যাত্রীদের বিভিন্ন গন্তব্যে যাওয়ার জন্য কিছু রুটে বিআরটিসি বাসের ব্যবস্থা করা হয়েছে।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, তারা ইতোমধ্যেই আন্দোলনরত কর্মীদের দাবি পূরণ করেছেন, তারপরও তারা কর্মবিরতি পালন করছেন।
প্রকাশক : ফারুক শিকদার
সম্পাদক : হিল্লোল বাউলিয়া
অফিস : যোগাযোগ: ৩০৫, জহর টাওয়ার, এলিফ্যান্ট রোড,নিউমার্কেট, ঢাকা-১২০৫
ইমেইল : banglarproticchobi@gmail.com
মোবাইল : ০১৬৩৩৬০৭২৫৫, ০১৮৪৮- ১২৭৩৯২
© সকল কিছুর স্বত্বাধিকারঃ বাংলার প্রতিচ্ছবি