প্রিন্ট এর তারিখঃ Apr 15, 2025 ইং || প্রকাশের তারিখঃ Mar 5, 2025 ইং
ঐতিহ্যবাহী ওয়ালি খাঁ মসজিদের সম্মুখ চত্বরে দৃষ্টিনন্দন ইসলামিক মন্যুমেন্ট উদ্বোধন

চাঁদগাও প্রতিনিধি : আজ সকালে চট্টগ্রামের চকবাজারের ঐতিহ্যবাহী ওয়ালি খাঁ মসজিদের সম্মুখ চত্বরে দৃষ্টিনন্দন ইসলামিক মন্যুমেন্ট উদ্বোধন
করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন।ঐতিহাসিক এবং ধর্মীয় গুরুত্ব বিবেচনায় এ মন্যুমেন্টটি এলাকাবাসীর কাছে একটি বিশেষ নিদর্শন হয়ে থাকবে।
উদ্বোধনী অনুষ্ঠানে মেয়র বলেন, “অলি খাঁ মসজিদ চট্টগ্রামের অন্যতম ঐতিহ্যবাহী মসজিদ। অত্যন্ত পুরানো এই মসজিদটি শুধুমাত্র একটি স্থাপনা নয়, বরং এটি আমাদের ঐতিহ্য এবং ইতিহাসের প্রতীক। নতুন প্রজন্ম যাতে এই মসজিদের ঐতিহাসিক গুরুত্ব বুঝতে পারে, সেই লক্ষ্যেই এই মন্যুমেন্ট স্থাপন করা হয়েছে। এটি শুধুমাত্র চট্টগ্রামের সৌন্দর্য বৃদ্ধি করবে না, বরং সারাদেশের মানুষের জন্যও এটি একটি দর্শনীয় স্থান হয়ে উঠবে।”
প্রকাশক : ফারুক শিকদার
সম্পাদক : হিল্লোল বাউলিয়া
অফিস : যোগাযোগ: ৩০৫, জহর টাওয়ার, এলিফ্যান্ট রোড,নিউমার্কেট, ঢাকা-১২০৫
ইমেইল : banglarproticchobi@gmail.com
মোবাইল : ০১৬৩৩৬০৭২৫৫, ০১৮৪৮- ১২৭৩৯২
© সকল কিছুর স্বত্বাধিকারঃ বাংলার প্রতিচ্ছবি