প্রিন্ট এর তারিখঃ Apr 19, 2025 ইং || প্রকাশের তারিখঃ Mar 3, 2025 ইং
জনগণের পক্ষে আমরা লড়াই করতে চাই: নাসীরুদ্দীন পাটওয়ারী

বাংলার প্রতিচ্ছবি : জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, বর্তমান আমাদের পলিটিক্যালে সংকটগুলো আছে। এখানে লাল সন্ত্রাস, নেভি সন্ত্রাস বা গ্রিন সন্ত্রাসসহ অনেকগুলা সন্ত্রাস আসবে। কিন্তু ২৪’র গণ-অভ্যুত্থান পরবর্তীতে কোনো জাতিগত বিদ্বেষ আমরা চাই না। কোনো সন্ত্রাসী কার্যক্রম চাই না। যে আদর্শিক বিভাজন বাংলাদেশে রয়েছে- তা থেকে আমরা বেরিয়ে আসতে চাই। এখানে জিয়াবাদ বলুন, মুজিববাদ বলুন, আমরা কোনো বাদ চাই না। শুধু একটি বিষয় থাকবে বাংলাদেশে, সেটা হলো জনগণ। জনগণের মূল্যায়নে যে সংবিধান তৈরি হবে, সেখানে জনগণকে ফোকাস করে জনগণের পক্ষে আমরা লড়াই করতে চাই।
রাজধানীর বাংলামোটরে সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে বুধবার এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
দুর্ভিক্ষ : ‘বাংলাদেশের রাজনীতি ও উন্নয়নপন্থার প্রভাব’ শীর্ষক এ আলোচনা সভার আয়োজন করে জাতীয় নাগরিক কমিটি। এতে উপস্থিত ছিলেন, অধ্যাপক ড. নাওমি হোসাইন, জাতীয় নাগরিক কমিটির মুখপাত্র সামান্তা শারমিন প্রমুখ।
প্রকাশক : ফারুক শিকদার
সম্পাদক : হিল্লোল বাউলিয়া
অফিস : যোগাযোগ: ৩০৫, জহর টাওয়ার, এলিফ্যান্ট রোড,নিউমার্কেট, ঢাকা-১২০৫
ইমেইল : banglarproticchobi@gmail.com
মোবাইল : ০১৬৩৩৬০৭২৫৫, ০১৮৪৮- ১২৭৩৯২
© সকল কিছুর স্বত্বাধিকারঃ বাংলার প্রতিচ্ছবি