প্রিন্ট এর তারিখঃ Apr 15, 2025 ইং || প্রকাশের তারিখঃ Mar 5, 2025 ইং
আবারও শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে হুমকির বার্তা

বাংলার প্রতিচ্ছবি : দিনভর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বোমা থাকার হোয়াটসঅ্যাপ নম্বরের বার্তা নিয়ে তোলপাড় চলে। পরে তল্লাশি করে বোমা জাতীয় কিছুই পায়নি আইনশৃঙ্খলা বাহিনী।
ফের বিমানবন্দর এপিবিএনের ডিউটি অফিসারের ফোনে অজ্ঞাত হোয়াটসঅ্যাপ নম্বর থেকে বার্তা পাঠিয়ে হুমকি দেওয়া হয়।
বুধবার রাত ১১টায় পাঠানো ওই বার্তায় হুমকির কথা বলা হয়।
ঘটনার পর বিমানবন্দরের নিরাপত্তা বৃদ্ধি করা হয়েছে। তবে এয়ারপোর্টের সব ধরনের অপারেশনাল কার্যক্রম স্বাভাবিক আছে।
বিমানবন্দরের নির্বাহী পরিচালক ও গ্রুপ ক্যাপ্টেন কামরুল ইসলাম এক খুদে বার্তায় জানান, এপিবিএনের ডিউটি অফিসারের হোয়াটসঅ্যাপ নম্বরে একটি বার্তা পাঠিয়ে হুমকি দেওয়া হয়। তবে বিমানবন্দরে সার্বিক অবস্থা স্বাভাবিক রয়েছে। সবগুলো সংস্থার সঙ্গে সমন্বয় করে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
এর আগে মঙ্গলবার (২১ জানুয়ারি) সকালে রোম থেকে ঢাকায় আসার পথে বিমানের একটি ফ্লাইটে বিস্ফোরক দ্রব্য বা বোমা থাকার বার্তা দেওয়া হয়। ফ্লাইটটি বুধবার (২২ জানুয়ারি) সকাল ৯টা ২০ মিনিটে হযরত শাহজালাল বিমানবন্দরের জরুরি অবতরণ করে। পরে পুরো প্লেনে তল্লাশি চালানো হয়। তল্লাশিতে প্লেনে বোমা ও বোমা সদৃশ কিছু পাওয়া যায়নি।
বিমানে ওই বিস্ফোরক থাকার বার্তাটি পাকিস্তানি নম্বর থেকে বিমানবন্দর এপিবিএনের ডিউটি অফিসারের হোয়াটসঅ্যাপ নম্বরে এসেছিল।
প্রকাশক : ফারুক শিকদার
সম্পাদক : হিল্লোল বাউলিয়া
অফিস : যোগাযোগ: ৩০৫, জহর টাওয়ার, এলিফ্যান্ট রোড,নিউমার্কেট, ঢাকা-১২০৫
ইমেইল : banglarproticchobi@gmail.com
মোবাইল : ০১৬৩৩৬০৭২৫৫, ০১৮৪৮- ১২৭৩৯২
© সকল কিছুর স্বত্বাধিকারঃ বাংলার প্রতিচ্ছবি