প্রিন্ট এর তারিখঃ Apr 15, 2025 ইং || প্রকাশের তারিখঃ Mar 4, 2025 ইং
সাভারে যুবককে কুপিয়ে হত্যা, দুই ছিনতাইকারী গ্রেফতার

বাংলার প্রতিচ্ছবি : সাভারে আশুলিয়ায় মাহফুজুর রহমান নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এসময় তার কাছে থাকা নগদ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয় তারা।
এর আগে মঙ্গলবার রাতে চাকুসহ ফয়সাল (২০) ও মো. নয়ন (২১) নামে দুই চিন্তাইকারীকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার ভোর ৬ টায় আশুলিয়া সড়কের ডেইরি ফার্মগেটে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, নিহত মাহফুজ ওই এলাকায় একটি চা দোকান করতেন। ভোরে দোকান বন্ধ করে বাসায় ফেরার পথে দুর্বৃত্তরা তাকে হত্যা করে। খবর পেয়ে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।
সাভার সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাহীনুর কবীর বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন ও হত্যাকারীদের সনাক্তে কাজ করছে তারা।
সাভার থানার ওসি জুয়েল মিয়া জানান, ছিনতাই কাজে ব্যবহৃত ২ টি সুইচ গিয়ার চাকুসহ সকালে তাদের আদালতে পাঠানো হয়েছে।
প্রকাশক : ফারুক শিকদার
সম্পাদক : হিল্লোল বাউলিয়া
অফিস : যোগাযোগ: ৩০৫, জহর টাওয়ার, এলিফ্যান্ট রোড,নিউমার্কেট, ঢাকা-১২০৫
ইমেইল : banglarproticchobi@gmail.com
মোবাইল : ০১৬৩৩৬০৭২৫৫, ০১৮৪৮- ১২৭৩৯২
© সকল কিছুর স্বত্বাধিকারঃ বাংলার প্রতিচ্ছবি