প্রিন্ট এর তারিখঃ Oct 12, 2025 ইং || প্রকাশের তারিখঃ Mar 3, 2025 ইং
গ্রেফতার হয়েছে নাটোর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক

বাংলার প্রতিচ্ছবি : নিষিদ্ধ ছাত্র সংগঠন ছাত্রলীগের নাটোর জেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম মাসুমকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার রাতে তাকে পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার রুপপুর থেকে গ্রেফতার করা হয়।
রিয়াজুল ইসলাম মাসুম সদর আসনের সাবেক সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুলের ঘনিষ্ঠ সহযোগী।
গ্রেফতারের বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন নাটোর সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুর রহমান।
তিনি বলেন, বৃহস্পতিবার সন্ধ্যার পরে পাবনার রুপপুর এলাকায় সদর থানার বিভিন্ন মামলার আসামি রিয়াজুল ইসলাম মাসুমকে ঘোরাফেরা করতে দেখেন নাটোরের কয়েকজন লোক। এরপর তারা সদর থানায় খবর দিলে পুলিশ গিয়ে তাকে গ্রেফতার করে।
তিনি আরও বলেন, গ্রেফতারকৃত মাসুমের বিরুদ্ধে আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলা, নির্যাতন ও হত্যাসহ সাতটি মামলা রয়েছে।
প্রকাশক : ফারুক শিকদার
সম্পাদক : হিল্লোল বাউলিয়া
অফিস : যোগাযোগ: ৭০১,রোড নং-১১, বাইতুল আমান হাউজিং,আদাবর, ঢাকা-১২০৭
ইমেইল : banglarproticchobi@gmail.com
মোবাইল : ০১৮২২-৯৯০৮৮৮, ০১৬৩৩-৬০৭২৫৫
© সকল কিছুর স্বত্বাধিকারঃ বাংলার প্রতিচ্ছবি