প্রিন্ট এর তারিখঃ Apr 20, 2025 ইং || প্রকাশের তারিখঃ Mar 4, 2025 ইং
অস্ত্র সরবরাহের প্রতিশ্রুতি পূরণে মিত্রদের আহ্বান জেলেনস্কির

বাংলার প্রতিচ্ছবি : ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি তার মিত্রদের প্রতি ইউক্রেনকে অস্ত্র সরবরাহের প্রতিশ্রুতি পূরণের আহ্বান জানিয়েছেন। বিশেষ করে রাশিয়ার বিমান হামলার মোকাবিলায় যে প্রতিরক্ষা সরঞ্জাম সরবরাহের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, তা দ্রুত বাস্তবায়নের দাবি জানান তিনি। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
জেলেনস্কি রবিবার এক বিবৃতিতে জানান, গত এক সপ্তাহে রাশিয়ার বাহিনী ইউক্রেনের ওপর শত শত আঘাত হেনেছে। এই হামলায় প্রায় ৭০০টি বোমা এবং ৬০০টির বেশি আক্রমণ ড্রোন ব্যবহার করা হয়েছে।
ইউক্রেনীয় বিমান প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, রাশিয়া শনিবার রাতে ৯৪টি ড্রোন ব্যবহার করে হামলা চালিয়েছিল, যার মধ্যে ৬০টি ধ্বংস করা হয়েছে। আরও ৩৪টি ড্রোন ইলেকট্রনিক যুদ্ধের মাধ্যমে দিক পরিবর্তন করে ব্যর্থ করা হয়েছে।
জেলেনস্কি বলেন, প্রতিটি সপ্তাহে রুশ যুদ্ধ চলমান রয়েছে শুধু এ কারণে যে, রুশ সেনাবাহিনী এখনো আকাশে তাদের প্রাধান্য ধরে রাখতে পারছে এবং ইউক্রেনের ওপর সন্ত্রাস চালিয়ে যাচ্ছে।
তিনি আরও বলেন, ওয়াশিংটনে ন্যাটো শীর্ষ সম্মেলনে এবং রামস্টেইন বৈঠকে ইউক্রেনের বিমান প্রতিরক্ষার জন্য যে সিদ্ধান্তগুলো নেওয়া হয়েছিল, সেগুলো এখনও পুরোপুরি বাস্তবায়ন করা হয়নি।
এই সপ্তাহে জেলেনস্কি জানান, যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন অংশীদারের সঙ্গে ইউক্রেনে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং ক্ষেপণাস্ত্র উৎপাদনের লাইসেন্স প্রদানের বিষয়ে আলোচনা হয়েছে।
তিনি মিত্রদের প্রতিশ্রুতির দ্রুত বাস্তবায়নের মাধ্যমে ইউক্রেনের সুরক্ষা নিশ্চিত করার আহ্বান জানান।
প্রকাশক : ফারুক শিকদার
সম্পাদক : হিল্লোল বাউলিয়া
অফিস : যোগাযোগ: ৩০৫, জহর টাওয়ার, এলিফ্যান্ট রোড,নিউমার্কেট, ঢাকা-১২০৫
ইমেইল : banglarproticchobi@gmail.com
মোবাইল : ০১৬৩৩৬০৭২৫৫, ০১৮৪৮- ১২৭৩৯২
© সকল কিছুর স্বত্বাধিকারঃ বাংলার প্রতিচ্ছবি