প্রিন্ট এর তারিখঃ Apr 16, 2025 ইং || প্রকাশের তারিখঃ Mar 3, 2025 ইং
এসআই হত্যায় পুলিশ অ্যাসোসিয়েশনের নিন্দা

বাংলার প্রতিচ্ছবি : নেত্রকোনার দুর্গাপুরে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) শফিকুল ইসলামকে কুপিয়ে হত্যার ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশন। শুক্রবার (১০ জানুয়ারি) সংগঠনটির সভাপতি কামরুল হাসান তালুকদার ও সাধারণ সম্পাদক মনিরুল হক ডাবলু সই করা এক বিজ্ঞপ্তিতে এ নিন্দা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এসআই শফিকুল ইসলামকে হত্যার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হচ্ছে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়া দাবি জানায় অ্যাসোসিয়েশন।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, শফিকুল ইসলামের গ্রামের বাড়ি নেত্রকোনার দুর্গাপুর থানার চণ্ডীগড় ইউনিয়নের নয়াগাঁও গ্রামে। তিনি জামালপুর পুলিশ লাইনসে কর্মকর্তা ছিলেন। ছুটিতে তিনি গ্রামের বাড়ি দুর্গাপুরে যান। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, ব্যক্তিগত শত্রুতা থেকে তার ওপর হামলা হতে পারে। তবে একজন পুলিশ সদস্যকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যার ঘটনায় পুলিশ বাহিনীর সব সদস্য গভীরভাবে মর্মাহত।
বৃহস্পতিবার (৯ জানুয়ারি) সন্ধ্যায় শফিকুল ইসলামকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা।
প্রকাশক : ফারুক শিকদার
সম্পাদক : হিল্লোল বাউলিয়া
অফিস : যোগাযোগ: ৩০৫, জহর টাওয়ার, এলিফ্যান্ট রোড,নিউমার্কেট, ঢাকা-১২০৫
ইমেইল : banglarproticchobi@gmail.com
মোবাইল : ০১৬৩৩৬০৭২৫৫, ০১৮৪৮- ১২৭৩৯২
© সকল কিছুর স্বত্বাধিকারঃ বাংলার প্রতিচ্ছবি