প্রিন্ট এর তারিখঃ Apr 18, 2025 ইং || প্রকাশের তারিখঃ Mar 4, 2025 ইং
আসছে অর্ণবের গানের বই

বাংলার প্রতিচ্ছবি : বাংলাদেশের সংগীতাঙ্গনে শায়ান চৌধুরী অর্ণবের রয়েছে আলাদা প্রভাব। সংগীতশিল্পী থেকে এবার তিনি আত্মপ্রকাশ করতে যাচ্ছেন লেখক হিসেবে। এ বছর অমর একুশে বইমেলায় আসতে যাচ্ছে অর্ণবের গানের বই ‘হোক কলরব’।
বইটির নামকরণ করা হয়েছে তারই গাওয়া একটি জনপ্রিয় গান ‘হোক কলরব’- এর নামানুসারে। বইটি প্রকাশ করবে কিংবদন্তি পাবলিকেশন। প্রচ্ছদ করেছেন তার বাবা চিত্রশিল্পী স্বপন চৌধুরী।
একটি ভিডিও বার্তার মাধ্যমে অর্ণব নিজেই জানিয়েছেন খবরটি। ভিডিওতে তিনি বলেন, ‘অনেকদিন ধরেই ইচ্ছে ছিল আমার লেখা ও সুর করা গানগুলো নিয়ে একটি বই বের করবো। এটি ইংরেজি অনুবাদসহ আসবে। কারণ, আমি চাই আমার পুরাতন ও নতুন শ্রোতা, সবাই যেন আমার গানের সাথে রিলেট করতে পারে।’
বইটির মুখবন্ধে বলা হয়েছে, ‘একজন শিল্পীকে আলাদা করে তার বায়োগ্রাফি লিখতে হয় না। নিজের তৈরি শিল্পের মধ্যে তার জীবনের সমস্তটা লুকিয়ে থাকে। হোক কলরব বইটিও তেমন এক পরোক্ষ বায়োগ্রাফি, যেখানে গানের ভাষায় অর্ণবের জীবনটা গুটিগুটি অক্ষরে ছাপানো হয়েছে।’
বইটির দাম নির্ধারণ করা হয়েছে ৩৫০ টাকা। রকমারি ডটকমে প্রি-বুকিং শুরু হয়েছে।
বর্তমানে নতুন অ্যালবামের কাজ নিয়ে ব্যস্ত আছেন অর্ণব। এর আগে তার সংগীত পরিচালনায় প্রকাশিত হয়েছে ‘জন্ম আমার’ শিরোনামে নতুন একটি দেশাত্মবোধক গান। এটির মূল কণ্ঠশিল্পী সাবিনা ইয়াসমিন। নতুনভাবে এর সংগীতায়োজন করেছেন শুভেন্দু দাস শুভ। এতে যৌথভাবে কণ্ঠ দিয়েছেন সুস্মিতা আনিস ও অর্ণব।
বলা প্রয়োজন, সংগীতশিল্পী শায়ান চৌধুরী অর্ণব গান লেখা, সুর করা, কণ্ঠ দেওয়ার পাশাপাশি ভালো ছবিও আঁকেন। তিনি নিজেও এর আগে অন্য লেখকের বইয়ের প্রচ্ছদ করেছেন।
উল্লেখ্য, অর্ণবের গাওয়া জনপ্রিয় গানগুলোর মধ্যে আছে ‘তোমার জন্য নীলচে তারা’, ‘আমায় ধরে রাখো’, ‘একলা চলো’, ‘সোনার ময়না পাখি’, ‘কষ্টগুলো’, ‘চাই না ভাবিস’,' সে যে বসে আছে একা একা’সহ অসংখ্য গান।
প্রকাশক : ফারুক শিকদার
সম্পাদক : হিল্লোল বাউলিয়া
অফিস : যোগাযোগ: ৩০৫, জহর টাওয়ার, এলিফ্যান্ট রোড,নিউমার্কেট, ঢাকা-১২০৫
ইমেইল : banglarproticchobi@gmail.com
মোবাইল : ০১৬৩৩৬০৭২৫৫, ০১৮৪৮- ১২৭৩৯২
© সকল কিছুর স্বত্বাধিকারঃ বাংলার প্রতিচ্ছবি