প্রিন্ট এর তারিখঃ Apr 16, 2025 ইং || প্রকাশের তারিখঃ Mar 4, 2025 ইং
চালের দাম বাড়ছে, প্রয়োজনে বিশেষ ওএমএস: অর্থ উপদেষ্টা

বাংলার প্রতিচ্ছবি : অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, চালের দাম ক্রমেই বাড়ছে। এ অবস্থায় দাম সহনীয় রাখতে প্রয়োজনে বিশেষ ওএমএস (খোলা বাজারে চাল বিক্রি) চালু করা হবে।
মঙ্গলবার (৭ জানুয়ারি) সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।
অর্থ উপদেষ্টা বলেন, ‘আমরা দেখছি, যাতে মধ্যস্বত্বভোগীদের কারণে চালের দাম না বাড়ে। এটা মেজর কনসার্ন। চালের দাম একটু যখন বাড়ছিল, তখন আমি সঙ্গে সঙ্গে খাদ্য ও বাণিজ্য উপদেষ্টাকে বলেছি।’
তিনি বলেন, ‘উপদেষ্টা কমিটির সভায় খাদ্য মন্ত্রণালয়কে নন-বাসমতি সেদ্ধ চাল আমদানি করতে বলা হয়েছে। আমি তাদের বলেছি, আপনারা যেখান থেকে পারেন চাল আমদানি শুরু করেন। প্রয়োজনে বাফার স্টক করে রাখেন। বাফার স্টক থাকা মানে সরকারের যদি একটা স্টক থাকে, তাহলে বাইরে যারা আছে তারা একটু সংযত হয়। দরকার হলে আমরা স্পেশাল ওএমএস করে দেবো।’
প্রকাশক : ফারুক শিকদার
সম্পাদক : হিল্লোল বাউলিয়া
অফিস : যোগাযোগ: ৩০৫, জহর টাওয়ার, এলিফ্যান্ট রোড,নিউমার্কেট, ঢাকা-১২০৫
ইমেইল : banglarproticchobi@gmail.com
মোবাইল : ০১৬৩৩৬০৭২৫৫, ০১৮৪৮- ১২৭৩৯২
© সকল কিছুর স্বত্বাধিকারঃ বাংলার প্রতিচ্ছবি