প্রিন্ট এর তারিখঃ Apr 16, 2025 ইং || প্রকাশের তারিখঃ Mar 4, 2025 ইং
বিএনপি’তে কোন ষড়যন্ত্রকারীর জায়গা হবে না: ফকির মাহবুব আনাম স্বপন

বাংলার প্রতিচ্ছবি : হাফিজুর রহমান (টাঙ্গাইল প্রতিনিধি) : বিএনপি’তে ঘাপটি মেরে থাকা ষড়যন্ত্রকারীদের কে দলের মধ্যে কোন জয়গা দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য ফকির মাহবুব আনাম স্বপন।
তিনি (৫ জানুয়ারী) সন্ধ্যায় টাঙ্গাইলের ধনবাড়ীর পৌরসভার কয়াপাড়া এলাকায় ওয়ার্ড বিএনপি’র এক সমাবেশে প্রধান অতিথি’র বক্তব্যে একথা বলেন। এসময় তিনি আরোও বলেন বিএনপি’র কোন নেতা কর্মীরা যদি সন্ত্রাসী, চাঁদাবাজি করে তাহলে তাদের বিরুদ্ধে সাংগঠনিক কঠোর ব্যবস্থা নেয়া হবে।
৫ নং ওয়ার্ড বিএনপি’র সাধারণ সম্পাদক হুমায়ূন কবীরের সঞ্চালনায় সভাপতি নূরুল ইসলাম নুরুর সভাপতিত্বে আরোও বক্তব্য দেন-বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী সদস্য শামসুজ্জামান সুরুজ, টাঙ্গাইল জেলা বিএনপি’র সভাপতি হাসানুজ্জামিল শাহীন, ধনবাড়ী উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক এনামুল হক ভিপি, পৌর বিএনপি’র সভাপতি এস এম এ ছোবাহান ও সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম স্বপনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
এসময় উপজেলা, পৌর ও বিভিন্ন ইউনিয়ন বিএনপি ও তার সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতা ও কর্মীরা উপস্থিত ছিলেন।
প্রকাশক : ফারুক শিকদার
সম্পাদক : হিল্লোল বাউলিয়া
অফিস : যোগাযোগ: ৩০৫, জহর টাওয়ার, এলিফ্যান্ট রোড,নিউমার্কেট, ঢাকা-১২০৫
ইমেইল : banglarproticchobi@gmail.com
মোবাইল : ০১৬৩৩৬০৭২৫৫, ০১৮৪৮- ১২৭৩৯২
© সকল কিছুর স্বত্বাধিকারঃ বাংলার প্রতিচ্ছবি