প্রিন্ট এর তারিখঃ Apr 16, 2025 ইং || প্রকাশের তারিখঃ Mar 4, 2025 ইং
ট্রাফিক আইন লঙ্ঘনে ২৫০৮ মামলা

বাংলার প্রতিচ্ছবি : রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে ২৫০৮টি মামলা দায়ের করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ। রবিবার (৫ জানুয়ারি) ডিএমপির ট্রাফিক পুলিশ রাজধানীর বিভিন্ন এলাকায় দিনব্যাপী অভিযান পরিচালনা করে। অভিযানকালে এসব মামলা করা হয়।
সোমবার (৬ জানুয়ারি) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান গণমাধ্যমে পাঠানো এক বার্তায় এ তথ্য জানান।
তিনি আরও জানান, ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় রবিবার দিনব্যাপী ট্রাফিক পুলিশ ২৫০৮টি মামলায় দিয়েছে। এছাড়া অভিযানকালে ৭১টি গাড়ি ডাম্পিং ও ৭২টি গাড়ি রেকার করা হয়েছে।
প্রকাশক : ফারুক শিকদার
সম্পাদক : হিল্লোল বাউলিয়া
অফিস : যোগাযোগ: ৩০৫, জহর টাওয়ার, এলিফ্যান্ট রোড,নিউমার্কেট, ঢাকা-১২০৫
ইমেইল : banglarproticchobi@gmail.com
মোবাইল : ০১৬৩৩৬০৭২৫৫, ০১৮৪৮- ১২৭৩৯২
© সকল কিছুর স্বত্বাধিকারঃ বাংলার প্রতিচ্ছবি